স্বামীসহ সাবেক এমপি হেনরী গ্রেফতার

Former MP Henry arrested with husband

স্বামীসহ সাবেক এমপি হেনরী গ্রেফতার
ছবি- অনলাইন হতে সংগৃহীত

স.ম আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ হতে:

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সদ্য সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান লাবু তালকদারকে গ্রেফতার করা হয়েছে। গা-ঢাকা দেয়া অবস্থায় মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

সোমবার (৩০ সেপ্টেম্বর) র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।


সিরাজগঞ্জ শহরে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আওয়ামী লীগের ওই হামলায় জেলা যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু খানসহ তিনজন নিহত হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জের-২ সদর আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান লাবু তালুকদার, সাবেক এমপি অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত ও আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ১৫০ নামীয় ও অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই পলাতক ছিলেন হেনরী ও তার স্বামী লাবু।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, গত ৪ আগস্ট সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জ-২ সদর আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

ক্রাইম ডায়রি// আইন শৃঙ্খলা