চট্টগ্রামের আসামির দায়ের কোপে পুলিশের হাতের কব্জি বিচ্ছিন্ন

সময়ের সাথে পাল্লা দিয়ে অপরাধীরা আরও হিংস্র হয়ে উঠেছে। তাদের এ হিংস্র মনোভাব কেন হলো এটা গবেষণার বিষয়। তবে, অপরাধী গ্রেফতারে পুলিশকে আরও কৌশলী হওয়া এখন সময়ের দাবী।

চট্টগ্রামের আসামির দায়ের কোপে পুলিশের হাতের কব্জি বিচ্ছিন্ন
ছবি- অনলাইন হতে সংগৃহীত

আসামি ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করে। এ সময় কনস্টেবল মো. জনি খানের বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়

চট্টগ্রামে বিভাগীয় অফিসঃ

সময়ের সাথে সাথে অপরাধীরা আরও হিংস্র  হয়ে উঠেছে। ধারালো অস্ত্র দিয়ে যে পুলিশকে কোপ দেয়ার মতো সাহস রাখে তার হাতে যে কত নিরীহ মানুষ খুন হয়েছে তা সহজেই অনুমান করা যায়।

সম্প্রতি, চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার পুলিশ কনস্টেবল মুহাম্মদ জনি খান টিমের সাথে আসামি ধরতে গেলে আসামির দায়ের কোপে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে ।

জানা গেছে, মে ১৫,২০২২ইং  রবিবার সকাল ১০টার দিকে কবির আহমদ (৩৫) নামের এক আসামিকে ধরতে গেলে আসামির দায়ের কোপে হাতের কব্জি বিচ্ছিন্ন হয় কনস্টেবলের। এ ঘটনায় শাহাদাত হোসেন নামের অপর কনস্টেবল ও মামলার বাদী মোহাম্মদ আবুল হোসেন কালুও আহত হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

চট্টগ্রামের লোহাগড়া  উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লালারখিল এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত পুলিশ কনস্টেবল জনি খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর প্রেরণ করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ ব্যাপারে পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, রোববার (১৫ মে) সকালে লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত সঙ্গীয় এএসআই মুজিবুর রহমান ও দুই জন কনস্টেবল নিয়ে উপজেলার পদুয়া লালারখিল এলাকায়  নিয়মিত মামলার আসামি কবির আহমদকে গ্রেপ্তার করতে যান।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই আসামি ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করে। এ সময় কনস্টেবল মো. জনি খানের বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয় অপর কনস্টেবল ও মামলার বাদী। ঐ সময় আসামি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান,  আসামি কবির আহমদকে গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চলছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যে কোন মুহূর্তে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে। 

ক্রাইম ডায়রি / আইন শৃঙ্খলা