সিলেটের পর কিশোরগঞ্জ- উত্তরবঙ্গে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যাঃতদারকিতে প্রধানমন্ত্রী

পানিবন্দী হয়ে পড়ছে লাখ লাখ মানুষ।সারাদেশের তথ্য হতে দেখা যাচ্ছে পরিস্থিতি বড়ই নাজুক। প্রধানমন্ত্রী নির্ঘুম রাত্রি যাপন করে পুরো পরিস্থিতি তদারকি করছেন।দেশের আরও এলাকা বিশেষ করে ফারাক্কা অঞ্চলের এলাকা গুলো প্লাবিত হবার আশংকা দেখা গিয়েছে। ইতোমধ্যে ভারত তিস্তা ব্যারেজের বাঁধের গেট খুলে দিয়েছে। ফলে ক্রমশ:ই পানি ঢুকে পড়ছে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা গুলোতে।

সিলেটের পর কিশোরগঞ্জ- উত্তরবঙ্গে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যাঃতদারকিতে প্রধানমন্ত্রী
ছবি-ক্রাইম ডায়রি

পানিবন্দী হয়ে পড়ছে লাখ লাখ মানুষ।সারাদেশের তথ্য হতে দেখা যাচ্ছে পরিস্থিতি বড়ই নাজুক। প্রধানমন্ত্রী নির্ঘুম রাত্রি যাপন করে পুরো পরিস্থিতি তদারকি করছেন।

 অটোম্যাক্স ‍ওয়াহিদঃ

কয়েক জায়গায় বাঁধের গেট খুলে দেওয়ায় উজান হতে পানি ঢুকে পড়ছে বাংলাদেশে। ক্রমশই তা ভয়াবহ রুপ ধারন করছে। সিলেট-সুনামগঞ্জের পর বন্যা এবার ভয়াবহ রূপ নিচ্ছে কিশোরগঞ্জে। গত ২৪ ঘন্টায় জেলার সবকটি নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়ছে লাখ লাখ মানুষ।সারাদেশের তথ্য হতে দেখা যাচ্ছে পরিস্থিতি বড়ই নাজুক। প্রধানমন্ত্রী নির্ঘুম রাত্রি যাপন করে পুরো পরিস্থিতি তদারকি করছেন।

 

কিশোরগঞ্জঃ  বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে জেলার ১৩ উপজেলার মধ্যে করিমগঞ্জ, তাড়াইল, নিকলী, ইটনা, মিঠামইন অষ্টগ্রাম ও বাজিতপুরের মানুষ। 

বাড়িঘর ছেড়ে অনেক পরিবার নৌকা ও উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে। বসতবাড়িতে পানি উঠে যাওয়ায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে। নদ-নদীতে প্রবল বেগে পানি এখনো বাড়ছে। এ অবস্থায় মানুষ আশ্রয়কেন্দ্রের খোঁজে ছুটছেন।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানায়, শুক্রবার রাতে ১৪ থেকে ১৫ ঘণ্টাতেই জেলার হাওর উপজেলাগুলোর অন্তত ৪০টি ইউনিয়নের ৩০ শতাংশ বাড়ি-ঘরে পানি উঠে গেছে। প্লাবিত হয়েছে রাস্তাঘাট। কৃষকেরা তাদের গবাদিপশু নিয়েও চরম বিপাকে আছে। বন্যা আরো ভয়াবহ রূপ নিচ্ছে।

স্থানীয় প্রশাসন জানায়, দুর্গত এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বন‌্যা-কবলিত গ্রামগুলোতে ইতোমধ‌্যে ১৪৪ টন চাল বরাদ্দ করে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মতিউর রহমান জানান, উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জের হাওরের সব জায়গায় পানি বাড়া অব‌্যাহত রয়েছে। হাওরের ওপর প্রবাহিত বিভিন্ন নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় তিন ফুট বেড়েছে। পানি বেড়ে যাওয়া অব‌্যাহত থাকলে রোববার থেকে অবস্থার আরো অবনতি হওয়ার শঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, পরিস্থিতি মোকাবেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ শুরু হয়েছে। আমি এই মুহূর্তে দুর্গত এলাকাগুলোতে রয়েছি। মানুষের সঙ্কটে সব ধরনের সহযোগিতা দেয়ার প্রস্তুতি প্রশাসনের রয়েছে।

কুড়িগ্রামঃ বন্যা কবলিত কুড়িগ্রাম  জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্ধা, লাঠিয়াল ডাঙা, খেওয়ারচর, দুবলাবাড়িসহ বিভিন্ন এলাকা।

লালমনির হাটঃ 

টানা কয়েক দিনের বৃষ্টি ও ভারতের গজল ডোবার সব গেট খুলে দেয়ায় তিস্তা নদীর পানি বিপৎসীমা ছাপিয়ে পানি ঢুকে পড়েছে নদী তীরবর্তী এলাকাগুলোতে। তিস্তা অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দারা কাটাচ্ছে নির্ঘুম রাত। দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে ৪৪টি স্লুইসগেট খুলে রাখা হয়েছে।শনিবার দুপুর ২টায় পানি প্রবাহ ছিল ৫২ দশমিক ৩২ সেন্টিমিটার। পানি বিপৎসীমার পরিমাপ হচ্ছে ৫২ দশমিক ৬০ মিটার। যা বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 নীলফামারীঃ  শুক্রবার তিস্তা ব্যারাজে সকাল ৬টায় নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। নদীর পানি বাড়ায় তিস্তা তীরবর্তী চর ও নিম্নাঞ্চলে কয়েক শত পরিবার পানিবন্দি হয়ে পড়ে। উজান থেকে ধেয়ে আসা ভারতের পানি কখন সবকিছু ডুবিয়ে দেবে তা বলা মুশকিল।

এদিকে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও আগামী দুদিনে বণ্যা কবলিত হবার সম্ভবনা দেখা গিয়েছে বলে জানা গেছে।

ক্রাইম ডায়রি//জেলা