রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১ অনেক হতাহত

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে  প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১ অনেক হতাহত
ছবি: অনলাইন হতে সংগৃহীত

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসের ওপর বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি সোমবার (২১ জুলাই) দুপুরে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

দুর্ঘটনার পর পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ শুরু করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার পর উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাস এলাকার একটি ভবনের ওপর আছড়ে পড়ে বলে জানিয়েছে আইএসপিআর। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে। মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ায় কলেজের অনেক ক্ষতি হয়েছে। এতে অনেকে হতাহত হয়েছেন।

সূত্রটি আরো জানিয়েছে, বিমানের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। আজকেই তার প্রথম ফ্লাইট উড্ডয়ন ছিল। এ ঘটনায় তিনি গুরুতর হন। তাকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে সিএমএইচ হাসপাতাল এ নেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কেউ কেউ জানিয়েছে, ক্যাম্পাসে বিমান ক্র্যাশ করেছে। এতে বিল্ডিংয়ের কিছুটা ক্ষতি হয়। ওই সময় বাচ্চাদের ক্লাস চলছিল বলেও জানা গেছে। 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় সেখানে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও। এ ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন। তবে এখন পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এই বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।

এদিকে, উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।  এছাড়া  বিএনপি ও জামায়াত ইসলামীসহ অনেক দল ও তাদের কর্মীরাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

দৈনিক ক্রাইম ডায়রি/রাজধানী