ফেন্সিডিল পরিবহন অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ -আপিল বিভাগ

মাদক পরিবার হতে দেশ সবার শত্রু এবং সকল অশান্তির মূল। একটি জাতী ধ্বংসের জন্য মাদকের চেয়ে বড় হাতিয়ার আর কিছু নেই। মাদক পরিবারকে ধ্বংস করে এবং একটি ফুলের মতো জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই মহামান্য আদালতের ফেনসিডিল সম্পর্কিত রায়কে স্বাগত জানিয়েছে পুরো জাতী।

ফেন্সিডিল পরিবহন অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ -আপিল বিভাগ

ফেন্সিডিল নিয়ে হাজার হাজার মামলা জটিল অবস্থায় ছিল। ঐতিহাসিক এই রায়ের মধ্য দিয়ে ফেনসিডিল সংক্রান্ত অনেক মামলার সমস্যা সমাধান হবে বলে আশা করছেন আদালত ও মামলা সংশ্লিষ্টরা

শাহাদাত হোসেন রিটনঃ 

মাদকের বড় বিধ্বংসী অস্ত্র আর কিছু নেই।  একটি জীবন শুধু নয় পুরো দেশ ও জাতীকে ধ্বংস করে দেয় এই মাদক। মাদকের ভয়াবহতায় লাখ লাখ পরিবার ধ্বংস হয়ে গেছে। 

সন্প্রতি, ফেনসিডিলকে মাদক হিসেবে উল্লেখ করে তা পরিবহণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফেনসিডিলসহ গ্রেফতার ঝিনাইদহ সদর উপজেলার বাদল পালের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।

উল্লেখ্য যে, ১৯৯৭ সালে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার  হন ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল।  এই মামলায় ২০০০ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট বাদলকে খালাস দেন। রায়ে হাইকোর্ট যুক্তি দেখিয়ে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফেনসিডিল বহন অপরাধ নয়।

পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ বাদলককে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখলেন। 

একইসঙ্গে আপিল বিভাগ জানান, ‘ফেনসিডিল মাদক। এই মাদক পরিবহন করা অবৈধ। ’ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, ফেনসিডিলের অন্যতম উপাদান কোডিং, যা মাদক হিসেবে স্বীকৃত।

ফেন্সিডিল নিয়ে হাজার হাজার মামলা জটিল অবস্থায় ছিল। ঐতিহাসিক এই রায়ের মধ্য দিয়ে ফেনসিডিল সংক্রান্ত অনেক মামলার সমস্যা সমাধান হবে বলে আশা করছেন আদালত ও মামলা সংশ্লিষ্টরা।

ক্রাইম ডায়রি// আদালত