মাহে রমজানে সঠিক পরিমাপ এবং গুণগত মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিতকল্পে বগুড়া বিএসটিআই এর অভিযান

রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক প্রকৌশলী সেলিম রেজার নির্দেশনায় ও সার্বক্ষনিক তত্বাবধানে সহকারী পরিচালক আসলাম উদ্দিন ও দেবব্রত বিশ্বাস, মেট্রোলজির সহকারী পরিচালক জুলফিকার আলী সহ বগুড়া বিএসটিআইয়ে দায়িত্বরত প্রকৌশলী জুনায়েদ আহম্মেদ ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করেন।

মাহে রমজানে সঠিক পরিমাপ এবং গুণগত মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিতকল্পে বগুড়া বিএসটিআই এর অভিযান
ছবি-ক্রাইম ডায়রি

বিএসটিআই সুত্রে জানা গেছে, বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড সম্বলিত লোগো ব্যবহার করায় থানা মোড় এলাকায় অবস্থিত মেসার্স ক্ষিরসাপাতা দই ঘর ও মেসার্স এনাম দই ঘরকে জরিমানা করা হয়।

বগুড়া জেলা সংবাদদাতাঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাজশাহী বিএসটিআই সর্বদাই ভেজাল প্রতিরোধ এবং অবৈধ কারখানা শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসায় এগিয়ে। রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক প্রকৌশলী সেলিম রেজার নির্দেশনায় ও সার্বক্ষনিক তত্বাবধানে সহকারী পরিচালক আসলাম উদ্দিন ও দেবব্রত বিশ্বাস, মেট্রোলজির সহকারী পরিচালক জুলফিকার আলী সহ বগুড়া বিএসটিআইয়ে দায়িত্বরত প্রকৌশলী জুনায়েদ আহম্মেদ ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করেন। এর ফলে রাজশাহী জোনে বগুড়া বিএসটিআই সবচেয়ে এগিয়ে। প্রকৌশলী জুনায়েদের ঐকান্তিক প্রচেষ্টায় একদিকে যেমন ভেজাল প্রতিরোধ হচ্ছে অন্যদিকে সরকার ও রাজস্ব পাচ্ছে নিয়মিত ভাবে।

সম্প্রতি, রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক প্রকৌশলী সেলিম রেজার নির্দেশনায় অভিযানে প্রকৌশলী জুনায়েদ আহম্মেদ মাহে রমজানে সঠিক পরিমাপ এবং গুণগত মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিতকল্পে বগুড়ায় জেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে কয়েকটি প্রতিষ্ঠানকে ৫২,৮০০/- জরিমানা করা হয়।

বিএসটিআই সুত্রে জানা গেছে, বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড সম্বলিত লোগো ব্যবহার করায় থানা মোড় এলাকায় অবস্থিত মেসার্স ক্ষিরসাপাতা দই ঘর ও মেসার্স এনাম দই ঘর-কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ মোতাবেক প্রত্যেককে ২৫,০০০/- করে সর্বমোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। 

এর আগে রাজাবাজার এলাকায় বাজার মনিটরিং অনুষ্ঠিত হয়। এতে সঠিক পরিমাপ ও মূল্য তালিকা না থাকায় এবং বেশি দামে পণ্য বিক্রি করায় ০৬ জন সবজি বিক্রেতাকে মোট ২৮০০/- জরিমানা করা হয়। 

বগুড়া জেলা প্রশাসনের  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব গাজী মুয়িদুর রহমান এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ। 

এসময় উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন) এর সদস্যবৃন্দ। জনস্বার্থে এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে বিএসটিআই বগুড়া অফিস সুত্রে জানা গেছে।

ক্রাইম ডায়রি// আদালত