বিএসটিআই বগুড়ার সার্ভিল্যান্স অভিযানঃ তেল পাম্প মালিকদের সন্তোষ প্রকাশ

রাজশাহী বিভাগীয় অফিস এর দিক নির্দেশনায় বিএসটিআই জেলা অফিস বগুড়ায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।

 বিএসটিআই  বগুড়ার সার্ভিল্যান্স অভিযানঃ তেল পাম্প মালিকদের সন্তোষ প্রকাশ
ছবি-ক্রাইম ডায়রি
 বিএসটিআই  বগুড়ার সার্ভিল্যান্স অভিযানঃ তেল পাম্প মালিকদের সন্তোষ প্রকাশ

বগুড়া এর সকল ডিস্পেন্সিং ইউনিট গ্রহণযোগ্য সীমার মধ্যে সঠিক পাওয়া যায়।

 শরীফা আক্তার স্বর্না, বগুড়া জেলা ব্যুরো চীফঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় অফিস এর দিক নির্দেশনায় বিএসটিআই জেলা অফিস বগুড়ায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিথি ফিলিং ষ্টেশন, নিরালা ফিলিং ষ্টেশন, দোয়েল ফিলিং ষ্টেশন, তুহিন ফিলিং ষ্টেশন, আলী ফিলিং ষ্টেশন, নোমান ফিলিং ষ্টেশন সমূহে অভিযান পরিচালনা করেন বিএসটিআই বগুড়ার সুদক্ষ পরিদর্শক মেট্টোলজি জনাব মোঃ শাহ আলম পলাশ খাঁন ।

বিএসটিআই বগুড়া অফিস সূত্রে জানা গেছে,  উক্ত অভিযানে -- অতিথি ফিলিং স্টেশন,সদর, বগুড়া এর সকল ডিস্পেন্সিং ইউনিট পরিমাপের গ্রহণযোগ্য সিমার মধ্যে সঠিক পাওয়া যায়। আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের সনদ  হালনাগাদ করে নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়   নিরালা ফিলিং স্টেশন বিশ্বরোড, সদর ,বগুড়া এর সকল ডিস্পেন্সিং ইউনিট গ্রহণযোগ্য সিমের মধ্যে সঠিক পাওয়া যায় আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক সনদ হালনাগাদ করে নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।   দোয়েল ফিলিং স্টেশন ধোকগাড়ি ,সদর ,বগুড়া এর সকল ডিস্পেন্সিং ইউনিট পরিমাপের গ্রহণযোগ্য সিমার মধ্যে সঠিক পাওয়া যায়। আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক এর সনদ হালনাগাদ করে নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। তুহিন ফিলিং স্টেশন সান্তাহার রোড,কাহালু, বগুড়া এর সকল ডিস্পেন্সিং ইউনিট গ্রহণযোগ্য সীমার মধ্যে সঠিক পাওয়া যায়।

আন্ডারগ্রাউন্ড স্টোরেস্ট ট্যাঙ্কের সনদ হালনাগাদ করে নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। আলী ফিলিং স্টেশন দুপচাঁচিয়া, বগুড়া এর সকল ডিস্পেন্সিং ইউনিট গ্রহণযোগ্য সিমের মধ্যে সঠিক পাওয়া। আন্ডারগ্রাউন্ড স্টোরেস্ট ট্যাংকের সনদ হালনাগাদ করে নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।  নোমান ফিলিং স্টেশন, তিসিগাড়ি ,দুপচার্চিয়া, বগুড়া এর পেট্রোল ও অকটেন ডিস্পেন্সিং ইউনিটসমূহ গ্রহণযোগ্য সীমার বাইরে থাকায় পরিমাপ সঠিক করে পুনরায় সীল করার পর ব্যবসা পরিচালনার পরামর্শ প্রদান করা হয় এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেস্ট ট্যাংকের হালনাগাদ সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

 জানা গেছে, এই অভিযানে পদ্মা, মেঘনা ও যমুনা  ওয়েল কোম্পানির প্রতিনিধিগণ ছাড়াও  বগুড়া জেলার পেট্রোল পাম্প মালিক সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অভিযানে তেল কোম্পানীর প্রতিনিধি ও তেল পাম্প মালিকরা সন্তোষ প্রকাশ করেন। বগুড়া বিএসটিআই সূত্রে জানা গেছে, বগুড়া জেলার ভোক্তা সাধারণের জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ক্রাইম ডায়রি/ জেলা অফিস/ শরীফা- বিএসটিআই