পর্দা কাঁপানো সিনেমা বজরঙ্গি ভাইজান -২ করার ঘোষণা দিলেন সালমান
বজরঙ্গি ভাইজান দেখে কাঁদেননি এমন মানুষ বিরল। অসাধারণ অভিনয় শৈলি দেখিয়েছেন সালমান এই সিনেমায়। এই সিনেমারই ভার্সন -২ তৈরির ঘোষণা দিলেন তিনি।
আশিকুর রহমান মাহিঃ
সালমান খান মানেই হিট ছবি এটা স্বীকার করেন না এমন বিনোদন প্রিয় মানুষ খুবই কম আছে। সালমানের অভিনীতি বজরঙ্গি ভাইজান সিনেমাটি দেখে কাঁদেনি এমন পাষাণ মানুষ আছে কি?
ভারতের বাইরেও দর্শকদের বেশ সাড়া পেয়েছে। সিনেমাটির গল্প ও অভিনয়শৈলী আজও দর্শকদের চোখে ভাসে।
Salman announces to make screen shaking movie Bajrangi Vaijaan-2
এই সিনেমার সিক্যুয়াল করার ঘোষণা দিয়েছেন বলিউডের এই ভাইজান। সিনেমার গল্প লিখবেন এস এস রাজামৌলি ও কে ভে ভাইজেন্দ্রা প্রসাদ। রাজামৌলি ও থ্রি আর টিমের সমর্থনে ডিসেম্বর ১৯,২০২১ইং রোববার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন করন জোহর, এস এস রাজামৌলি, রাম চরণ এবং আলিয়া ভাট। অজয় দেবগনের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারনে তিনি যাননি।
উল্লেখ্য যে, কে ভি ভিজেন্দ্র প্রসাদের লেখা গল্পে নির্মিত বজরঙ্গি ভাইজান সিনেমাটি পরিচালনা করেন কবির খান। বলিউড সেনসেশন কারিনা কাপুর ও নওয়াজউদ্দিন সিদ্দিকী এতে অভিনয় করেন। এই ছবি ছোট্ট শিশু মুন্নির ভূমিকাটি সবাইকে বিমোহিত করে। ২০১৫ সালের ১৭ জুলাই বজরঙ্গি ভাইজান মুক্তি পেয়েছে।
এই অনুষ্ঠানে সালমান খান আরও বলেন, তার ক্যারিয়ারে সবচেয়ে বড় সিনেমা বজরঙ্গি ভাইজান। এস এস রাজামৌলির বাবাকে এই ছবিতে কাস্ট করার জন্য ধন্যবাদ জানান তিনি। তিনি বজরঙ্গি ভাইজান টু করার ঘোষণা দেন।
এরপরই অনুষ্ঠানের আয়োজক করণ জোহর জানতে চান, এটি কি আমরা আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে ধরে নেব? জবাবে বলিউড ভাইজান বলেন, হ্যা করণ। পরিচালক জানান, মুন্নিও এই সিনেমায় থাকবে।
ক্রাইম ডায়রি/ বিনোদন