ফেসবুকে নতুন কার্যক্রমঃ সঠিক ব্যবহারে মিলতে পারে ৩০-৫০ হাজার ডলার

ফেসবুক আর হাস্যরস কিংবা কৌতুক বিনোদনের বিষয় নয়। এর মাধ্যমে আপনি এখন ইনকাম করতে পারেন হাজার হাজার ডলার।

ফেসবুকে নতুন কার্যক্রমঃ সঠিক ব্যবহারে মিলতে পারে  ৩০-৫০ হাজার ডলার

New activities on Facebook: 30-50 thousand dollars earned if can be used properly

শরীফা আক্তার স্বর্নাঃ

ফেসবুক শুধু বিনোদন আর হাস্যরসের বিষয়টি  হয়ে থাকছে না। ফেসবুকে ঘুরাঘুরি করলে আর সময়ও অযথা নষ্ট হবেনা যদি এর সঠিক ব্যবহার করা যায়।  সম্প্রতি ফেসবুকের নতুন কিছু অপশন খুলে দিয়েছে সম্ভবনার নতুন দ্বার। ফেসবুকের ‘লাইভ অডিও রুমস’ ব্যবহারের জন্য কনটেন্ট নির্মাতাদের ৫০ হাজার ডলার পর্যন্ত দেবে মেটা। পাশাপাশি ইনস্টাগ্রামে ‘রিল’ (খুদে ভিডিও) তৈরির জন্যও নির্মাতাদের ৩৫ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, সংগীতশিল্পী ও অন্যান্য কনটেন্ট নির্মাতাকে অডিও রুমস ব্যবহারের জন্য প্রতি সেশনে ১০ থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে। সঙ্গে অতিথির জন্য অন্তত ১০ হাজার ডলারের ব্যবস্থাও থাকবে।

সেই অর্থের বিনিময়ে ফেসবুকের কনটেন্ট নির্মাতাদের অন্তত ৩০ মিনিটের ৪ থেকে ৬টি অধিবেশন পরিচালনা করতে হবে। 

লাইভ অডিও রুমসের সঙ্গে কোনো অলাভজনক সংস্থাকে তহবিল গঠনের জন্য যুক্ত করার সুবিধাও আছে। শ্রোতা ও বক্তারা চাইলে সেখানে সরাসরি অর্থ দিতে পারেন। অডিও রুমসে ৫০ জন পর্যন্ত বক্তা যুক্ত করার সুযোগ পাবেন হোস্ট। তবে শ্রোতার পরিমাণের কোনো সীমা নেই।

গত জুনে লাইভ অডিও রুমস ও পডোকাস্ট সুবিধা দুটি চালু করে ফেসবুক। অডিও রুমস সুবিধার মাধ্যমে অনুসারীদের সঙ্গে সরাসরি কথোপকথন চালানো যায়। 

ফেসবুকের আগে এমন সুবিধা এনেছিল ‘ক্লাবহাউস’ নামের অ্যাপ। সেটি তুমুল জনপ্রিয় হওয়ায় ফেসবুকেও একই সুবিধা যুক্ত করা হয়।

ক্রাইম ডায়রি // আইটি