২০২২ ক্রিকেটের জন্য খুব খারাপ যেতে পারে--বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমি আগেই বলেছিলাম- আগামী একটা বছর খুব খারাপ যাবে বাংলাদেশ ক্রিকেটের। খারাপ যাবে এই অর্থে যে, এখন এক বায়োবাবল থেকে আরেক বায়োবাবলে স্থানান্তরিত হচ্ছে খেলোয়াড়রা।

২০২২ ক্রিকেটের জন্য খুব খারাপ  যেতে পারে--বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমি আগেই বলেছিলাম- আগামী একটা বছর খুব খারাপ যাবে বাংলাদেশ ক্রিকেটের। খারাপ যাবে এই অর্থে যে, এখন এক বায়োবাবল থেকে আরেক বায়োবাবলে স্থানান্তরিত হচ্ছে খেলোয়াড়রা।

শাহাদাত হোসেন রিটনঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমি আগেই বলেছিলাম- আগামী একটা বছর খুব খারাপ যাবে বাংলাদেশ ক্রিকেটের। খারাপ যাবে এই অর্থে যে, এখন এক বায়োবাবল থেকে আরেক বায়োবাবলে স্থানান্তরিত হচ্ছে খেলোয়াড়রা।
 ডিসেম্বর ১১,২০২১ইং শনিবার বিকেএসপিতে পাপন বলেন, আগে আমরা বেশিরভাগ সিরিজ খেলতাম দেশের মাঠে, আগামী বছর বাইরে গিয়ে খেলতে হবে। আবার এমন সব প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে, যাদের সঙ্গে আগে খুব একটা খেলাই হতো না। দলে অনেক নতুন ক্রিকেটার এসেছে। তাদের নিয়ে মানিয়ে তো নিতে হবে। সেজন্য কিছু সময় তো লাগবে। এজন্য ম্যানেজমেন্ট তিন মাসের সময় চেয়েছে। আমি তাদের তিন মাসের সময় দিয়েছি।
তার মতে, বাংলাদেশ ক্রিকেট টিম একটা 'ট্রানজিশন ফেইজ' এর মধ্য দিয়ে যাচ্ছে। যেহেতু সাকিব-তামিমসহ সিনিয়র ক্রিকেটারদের সব ম্যাচে পাওয়া যাচ্ছে না। তাই তাদের বিকল্প দ্রুত তৈরির লক্ষ্যেই ম্যানেজমেন্টকে তিন মাসের সময় দেওয়া হয়েছে। 
ক্রাইম ডায়রি// খেলাধুলা