বাংলাদেশকে সম্মৃদ্ধশালী দেশে পরিনত করব- প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা

তিনি বলেন,  দেশের মানুষকে বিশ্বের কাছে যেন মাথা নিচু করে চলতে না হয় সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যহত থাকবে।

বাংলাদেশকে সম্মৃদ্ধশালী দেশে পরিনত করব- প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা

‘স্বাধীনতাপুরস্কার-২০২২’ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের দেশের আনাচে-কানাচে অনেক মানুষ ছড়িয়ে আছেন-যারা নিজেদের উদ্যোগেই মানুষের সেবা করেন

শরীফা আক্তার স্বর্নাঃ

বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে দেশকে সমৃদ্ধিশালী করে গড়ে তুলব। তিনি বলেন,  দেশের মানুষকে বিশ্বের কাছে যেন মাথা নিচু করে চলতে না হয় সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যহত থাকবে।

বর্তমান সময়ে দেশে যে সিরিজ ও ধারাবাহিক  উন্নয়ন চলছে সেগুলোকে আলোর পথের যাত্রা আখ্যায়িত করে তিনি উন্নয়ন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। মার্চ ২৪,২০২২ইং বৃহস্পতিবার ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে তিনি এ পুরস্কার বিতরণ করেন।

বঙ্গকন্যা বলেন, সমগ্র জাতি এবং প্রজন্মের পর প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে-সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সমৃদ্ধ করে তোলা। উন্নত-সমৃদ্ধিশালী দেশ হিসাবে বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে এগিয়ে যাব।

আলোর পথের এ যাত্রা অব্যাহত থাক, বাংলাদেশের মানুষ সুখী-সমৃদ্ধ এবং উন্নত জীবন লাভ করুক। তিনি বলেন, ‘যে জাতি নিজের মাতৃভাষার জন্য বুকের রক্ত দেয়, স্বাধীনতার জন্য রক্ত দেয় সে মানুষকে কেউ দাবায়ে রাখতে পারে না। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কথা বলে গেছেন।’ আমিও এটা বিশ্বাস করি। 

প্রধানমন্ত্রী বলেন, আমরা যে স্বাধীনতা অর্জন করেছি-তা ধরে রেখে এর সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব। এটাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি বলে তিনি জানান।।

 

‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের দেশের আনাচে-কানাচে অনেক মানুষ ছড়িয়ে আছেন-যারা নিজেদের উদ্যোগেই মানুষের সেবা করেন।

সেই ধরনের মানুষগুলোকেও আমাদের খুঁজে বের করতে হবে এবং তাদেরও পুরস্কৃত করতে হবে। যারা মানুষের কল্যাণে এবং দেশের উন্নয়নে অবদান রাখছেন-এমন অনেকেই কখনো প্রচারে আসেননি।

তিনি বলেন, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা এ সব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ফলে বাংলাদেশ আর পরমুখাপেক্ষী থাকবে না। বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে উঠবে এবং বিশ্বে মাথা উঁচু করে চলবে। 

ক্রাইম ডায়রি // জাতীয়