দলের ছায়াতলে রাখতে বঙ্গকন্যার নিকট জাহাঙ্গীরের আবেদন

দলের সাথে বেঈমানী কিংবা বিদ্রোহ করলে যে কোন ছাড় পাওয়া যাবে না মেয়র জাহাঙ্গীর তার জলন্ত উদাহরন। সারাদেশে আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের নিকট মেসেজটা সুস্পষ্ট ইঙ্গিত দিয়ে দিল।

দলের ছায়াতলে রাখতে বঙ্গকন্যার নিকট জাহাঙ্গীরের আবেদন
ছবি- অনলাইন হতে সংগৃহীত

গাজীপুর মহানগর সংবাদদাতাঃ

আওয়ামীলীগের সদ্য বহিস্কৃত নেতা গাজীপুর মহানগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক (সাবেক) ও মেয়র জাহাঙ্গীর দল হতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পুনর্বিবেচনা করতে আওয়ামী লীগের সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছেন। 

দলের সাথে বেঈমানী কিংবা বিদ্রোহ করলে যে কোন ছাড় পাওয়া যাবে না মেয়র জাহাঙ্গীর তার জলন্ত উদাহরন। সারাদেশে আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের নিকট মেসেজটা সুস্পষ্ট ইঙ্গিত দিয়ে দিল

গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করার পর নভেম্বর ২০,২০২১ইং শনিবার সকালে বোর্ডবাজার হারিকেন এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। 

কান্নাজড়িত ও আবেগতাড়িত কণ্ঠে তিনি বলেন, আমি কোনো পদ চাই না, আমি আওয়ামীলীগের সমর্থক হিসাবে বাঁচতে চাই। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে আমার অস্তিত্বের সম্পর্ক।  কেউ কেউ আমাকে সরানোর জন্য নানান ষড়যন্ত্র করছিল এরই অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী,  মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী  এবং আমি যখন দেশের বাইরে ঠিক তখনই বিভিন্ন সময় যুক্তি তর্কের অডিও এডিট  করে আংশিক ফেসবুকে প্রকাশ করে অপপ্রচার করা হয়েছে। আমি আবারও বলছি, আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে ক্ষমা করে অন্তত আওয়ামী লীগের সমর্থক হিসাবে থাকতে দিন। তিনি বলেন, দেশনেত্রী শেখ হাসিনা যদি বলেন আমি বিনা কারণে ফাঁসিতে ঝুলব। আমাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার করলেও আমার আপত্তি নাই। আমি পদ-পদবি চাই না। আমি আওয়ামী লীগের সমর্থক হিসাবে বাঁচতে চাই। 

সংবাদ সম্মেলনে মেয়র জাহাঙ্গীর কান্নায় ভেঙে পড়েন। এ সময় নেতাকর্মীরাও চোখের পানি ধরে রাখতে পারেননি। 

মেয়র আরও বলেন, আমার সঙ্গে অবিচার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়েছে। ছাত্রলীগের মাধ্যমেই আমার রাজনীতি শুরু।

তিনি আরও বলেন, যারা ঘরে ঢুকে অডিও করে তাদের বিচার হয়নি। আমি ভুল করতে পারি, আমার ভুল হতে পারে। কিন্তু আমি কোনো পাপের সঙ্গে জড়িত নই। 

সংবাদ সম্মেলনে নিঃশর্ত ক্ষমা চেয়ে মেয়র জাহাঙ্গীর বলেন, আমি আওয়ামী লীগের জন্য, বঙ্গবন্ধুর জন্য, আমার মা সমতুল্য প্রধানমন্ত্রীর জন্য জীবন দিতে রাজি, তবু মিথ্যা অপবাদ নিয়ে মরতে চাই না। বিশ্বমানবতার মা, আমার মায়ের কাছে বলতে চাই- আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনর্বিবেচনা করুন।

উল্লেখ্য যে, গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য করায় তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।শুক্রবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় ৷সভায় জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহাঙ্গীর আলমের ধারণ করা একটি অডিও সম্প্রতি ভাইরাল হয়।

এতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ ও বিতর্কিত বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ ওঠে।

তার ওই বক্তব্য ভাইরাল হওয়া পর গাজীপুরের স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। তারা জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের দাবি তোলে।

ক্রাইম ডায়রি // রাজনীতি