যুক্তরাষ্ট্রে দাবানলঃ লাশের সারি শতাধিক

দাবানল যেন পিছুই ছাড়ছেনা যুক্তরাষ্ট্রকে।

যুক্তরাষ্ট্রে দাবানলঃ লাশের সারি শতাধিক
ছবি- অনলাইন হতে সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে দাবানলে এখন পর্যন্ত ১১৫ জনের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে পাওয়া গেছে। বৃহস্পতিবার নিখোঁজ ৩৮৮ জনের একটি তালিকা প্রকাশ করেছিল এফবিআই। এই তালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই নিখোঁজ থাকা ১০০ জন জানিয়েছেন, তারা নিরাপদ ও ভালো আছেন।   নিখোঁজ থাকাদের খুঁজে বের করার কাজের সুবিধার্থেই এই তালিকা প্রকাশ করেছিল এফবিআই। 

এখনো নিখোঁজদের সন্ধানে কাজ চলছে। বিশেষ করে স্থানীয় ঐতিহাসিক শহর লাহাইনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি মাসের আট তারিখ এই দাবানল ছড়িয়ে পড়ে।  এ ছাড়াও আরো ১৭৩২ জনকে নিরাপদ অবস্থায় পাওয়া গেছে। প্রথমে যাদেরকে নিখোঁজ হিসেবে ধরা হয়েছিল। 

ক্রাইম ডায়রি/ আন্তর্জাতিক/  সূত্র: বিবিসি