বগুড়ায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা
বগুড়া জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিএসটিআই বগুড়া।
রাজশাহী বিএসটিআইয়ের সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস ও বগুড়া অফিস প্রধান সহকারী পরিচালক অনিমেষ মজুমদার জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শরীফা আক্তার স্বর্ণা:
সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিএসটিআইয়ের বগুড়া অফিস অভিযান চালিয়ে পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই আইনের অধীনে ভ্রাম্যমাণ আদালতে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা করেছে। সেপ্টেম্বর ১৩, ২০২৩ইং জেলা প্রশাসন,বগুড়া ও বিএসটিআই জেলা অফিস বগুড়া এর যৌথ উদ্যোগে বগুড়া জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গাবতলী উপজেলার কোয়ালিপাড়ায় মিষ্টি ফুড এন্ড প্রোডাক্টস এর উৎপাদিত বিস্কুট ,ব্রেড ও কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়ন না করে মান চিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইন -২০১৮ অনুযায়ী ৫০০০০.০০ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব পলাশ চন্দ্র সরকার মহোদয়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ মেসবাহ-উল-হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ শাহ আলম পলাশ খাঁন , পরিদর্শক, মেট্রোলজি,বিএসটিআই, বগুড়া উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
বিএসটিআইয়ের বগুড়া অফিস সূত্রে জানা গেছে, একই সময়ে গাবতলী উপজেলার নিপাতলী এলাকায় সমির ও সাদি ফিলিং স্টেশন এর ডিজেল ও পেট্রোল ইউনিট এ জ্বালানী তেল পরিমাপে কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ,২০১৮ এর ২৯/৪৬ ধারায় ২৫,০০০/- জরিমানা করা হয়। এরপর একই উপজেলার নারুয়ামালায় জামির ট্রেডার্স এর ডিজেল ও পেট্রোল ইউনিট এ জ্বালানী তেল পরিমাপে কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ,২০১৮ এর ২৯/৪৬ ধারায় ৫০,০০০/- জরিমানা করা হয়।
এসময় সেখানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আফতাবুজ্জামান আল ইমরান মহোদয়ের নেতৃত্বে দেন। এসময়ও প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ মেসবাহ-উল-হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ শাহ আলম পলাশ খাঁন , পরিদর্শক, (মেট্রোলজি) উপস্থিত থেকে প্রসিকিউশনকে সার্বিক সহযোগিতা করেন। রাজশাহী বিএসটিআইয়ের সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস ও বগুড়া অফিস প্রধান সহকারী পরিচালক অনিমেষ মজুমদার জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ক্রাইম ডায়রি// আদালত