এসেনশিয়াল ড্রাগসে ব্যাপক অনিয়ম: দুদকের অনুসন্ধান অব্যহত থাকবে-হাইকোর্ট
সরকারি অডিটে ৩২ অনিয়ম, ৪৭৭ কোটি টাকা লোপাট’ শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশিত হয়।সেই প্রতিবেদনে এসেনশিয়াল ড্রাগসে ব্যাপক অনিয়ম ও লুটপাটের ঘটনা সরকারি অডিটে ধরা পড়ে বলে উল্লেখ করা হয় ।
অনলাইন ডেস্কঃ
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ বুধবার এ আদেশ দেন। শুনানি শেষে দুদক এ ঘটনা অনুসন্ধানের জন্য আরও সময় আবেদন করেছে।
ইতোমধ্যে অডিটে যেসব অনিয়ম ধরা পড়ার কথা একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। এগুলোর মধ্যে উৎপাদিত ওষুধে সঠিকমাত্রায় কাঁচামাল ব্যবহার না করে গুণগত ওষুধ উৎপাদন না করা, কনডম প্রস্তুতে কাঁচামালের ঘাটতি, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, ব্যবহৃত কাঁচামালের চেয়ে ওষুধ উৎপাদন কম দেখানো, বনভোজনের নামে ভ্রমণভাতা ও শ্রমিকদের অনিয়মিতভাবে ক্যান্টিনে সাবসিডি প্রদানের নামে টাকা আত্মসাৎ।
এসেনশিয়াল ড্রাগসের পক্ষে এদিন শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
আব্দুন নূর দুলাল বলেন, শুনানি করে আদালত মামলাটির নিষ্পত্তি করে দিয়েছেন। তবে দুদক তাদের মতো করে অনুসন্ধান চালাবে। যদি অনিয়মের সত্যতা পায়, তাহলে তারা তাদের মতো করে আইনগত ব্যবস্থা নেবে।
পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন নজরে আসার পর গত ১২ মার্চ হাইকোর্টের এ বেঞ্চ ঘটনাটি অনুসন্ধানের নির্দেশ দেয় দুদককে। গত ১১ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘সরকারি অডিটে ৩২ অনিয়ম, ৪৭৭ কোটি টাকা লোপাট’ শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে এসেনশিয়াল ড্রাগসে ব্যাপক অনিয়ম ও লুটপাটের ঘটনা সরকারি অডিটে ধরা পড়ে বলে উল্লেখ করা হয়।
ক্রাইম ডায়রি/ক্রাইম/সুত্র: জাতীয় দৈনিক