আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কোনো চাপ নেই- পুলিশের মহাপরিদর্শক

তিনি বলেন, 'আমি বিশ্বাস করি আমাদের যে সক্ষমতা আছে তা দিয়ে আগামী জাতীয় নির্বাচনে যেকোনো আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা সক্ষম। আমাদের সে আস্থাও আছে।'

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কোনো চাপ  নেই- পুলিশের মহাপরিদর্শক
ছবি-অনলাইন হতে সংগৃহীত
There is no international pressure around the upcoming national elections - Inspector General of Police
ডা: সারোয়ার হোসেন, হবিগঞ্জ হতেঃ

 আগামী জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কোনো চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এক সময় এ দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের হুলি খেলা চলছিল। বাংলাদেশ পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি আমাদের যে সক্ষমতা আছে তা দিয়ে আগামী জাতীয় নির্বাচনে যেকোনো আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা সক্ষম। আমাদের সে আস্থাও আছে।'

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান ও হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে পুলিশ প্রধানকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি পুলিশ সুপার কার্যালয়ে একটি গাছের চারা রোপন করেন।

ক্রাইম ডায়রি// মহানগর