মাদারীপুর জেলায় কয়েকটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

এতে দুইটি বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে,আর একটি অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ

মাদারীপুর জেলায়  কয়েকটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
ছবি- অনলাইন হতে সংগৃহীত

 মাদারীপুর সংবাদদাতাঃ

মাদারীপুর জেলার কালকিনি ও ডাসারের বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানুয়ারি ৬, ২০২৪ইং শনিবার রাত ৮টার দিকে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এতে দুই উপজেলার ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের আলামত ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রর সামনে ২টি, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলার সাহেবরাপুরে ১টি, ডাসার উপজেলার বীরমোহনে ২টি ক ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সামনে ১টি ককটেল বিস্ফোরিত করে দুর্বৃত্তরা। 

এসময় একটি ককটেল উদ্ধার করে থানা পুলিশ। অপরদিকে একই সময় কালকিনি উপজেলার আলীনগর এলাকার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এতে উপজেলারজুড়ে সাধারন মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে খবর পেয়ে ডাসার ও কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গোপালপুরের স্থানীয় বাসিন্দা হেমায়েত হোসেন জানান, ডাসারের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুইটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। এতে দুইটি বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে,আর একটি অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। 

ক্রাইম ডায়রি / নির্বাচন