বিএসটিআই বগুড়ার দিনব্যাপী সার্ভিলেন্স অভিযান

বগুড়া বিএসটিআই এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বগুড়াবাসীর স্বার্থে  তার নিয়মিত কর্মকান্ডের অংশ হিসেবে জেলার শাজাহানপুর থানার ফুলদিঘি এলাকায় অভিযানের মাধ্যমে দিনের অভিযান পরিচালনা শুরু করেন।

বিএসটিআই বগুড়ার দিনব্যাপী সার্ভিলেন্স অভিযান
ছবি-ক্রাইম ডায়রি
বিএসটিআই বগুড়ার দিনব্যাপী সার্ভিলেন্স অভিযান

প্রতিষ্ঠানগুলির কোনটিতে ডিস্পেন্সিং ইউনিটগুলো পরিমাপে গ্রহণযোগ্য সীমার মধ্যে সঠিক পাওয়া যায় আবার কোনটিতে জটিলতা থাকায় হালনাগাদ লাইসেন্স নেয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। 

শরীফা আক্তার স্বর্নাঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বগুড়া বিএসটিআই এর উদ্যোগে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে। বিএসটিআই বগুড়া সুত্রে জানা গেছে,  বগুড়া বিএসটিআই এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বগুড়াবাসীর স্বার্থে  তার নিয়মিত কর্মকান্ডের অংশ হিসেবে জেলার শাজাহানপুর থানার ফুলদিঘি এলাকায় অভিযানের মাধ্যমে দিনের অভিযান পরিচালনা শুরু করেন।

এসময়  Transcom Consumer Products Ltd এর  ওজন যন্ত্র যাচাই করে পরিমাপের সঠিক পেয়ে ভেরিফিকেশন সংগ্রহ গ্রহণের পরামর্শ প্রদান করা হয় এবং ওটস(কোয়েটার) ও পটেটো চিপস (লেয়ারস) পণ্যের PCR সনদ গ্রহণের জন্য কারখানা পরিদর্শন করা হয়। এরপর সার্ভিল্যান্স টিম জেলার শেরপুর থানার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে।  এসময়  মেসার্স সাউদিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির পাউরুটি ,বিস্কুট, কেক , দই,  ঘি পণ্যের PCR  সনদের জন্য কারখানা পরিদর্শন করা হয় এবং ওজন যন্ত্র যাচাই করে পরিমাপের সঠিক পেয়ে ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। এরপর পর্যায়ক্রমে শম্পা দধি ভান্ডার,রিংকি সুইটকে   ই ও ঘি পন্যের PCR সনদ গ্রহণের জন্য কারখানা পরিদর্শন করা হয়।

টিমটি পরবর্তীতে  একই থানার ছনকা এলাকায়  মেসার্স নাবিল ফিলিং স্টেশন, মমিন ফিলিং ষ্টেশন পরিদর্শন কের প্রতিষ্ঠানটির ডিজেল, পেট্রোল, অকটেন ডিসপেন্সিং ইউনিটগুলি পরিমাপে সঠিক পাওয়া যায় এবং আবেদনের প্রেক্ষিতে পেট্রোল ও অকটেন ডিসপেন্সি ইউনিট পুনরায় সীল করা হয়। এরপর বিকেলের দিকে বিএসটিআই সার্ভিল্যান্স টিম গাড়িদহ এলাকায়  মেসার্স বাবলু ফিল্ম স্টেশন এবং দশমাইল এলাকার ফারহান ফিলিং ষ্টেশন পরিদর্শন করে প্রতিষ্ঠানগুলির কোনটিতে ডিস্পেন্সিং ইউনিটগুলো পরিমাপে গ্রহণযোগ্য সীমার মধ্যে সঠিক পাওয়া যায় আবার কোনটিতে জটিলতা থাকায় হালনাগাদ লাইসেন্স নেয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। 

অভিযান পরিচালনা করেন বিএসটিআই বগুড়ার সুদক্ষ কর্মকর্তা   প্রকৌ: অনিমেষ মজুমদার সহকারী পরিচালক (মেট.) এবং  জনাব মোঃ শাহ আলম পলাশ খাঁন, পরিদর্শক (মেট)।

  বিএসটিআই বগুড়া  অফিস জানিয়েছে, জেলার ভোক্তা সাধারণের জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ক্রাইম ডায়রি/ আদালত