পাবনায় লাইসেন্স বিহীন সরিষার তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান

বিএসটিআইয়ের অনুমোদনহীন নকল কারখানা ও ভেজাল ব্যবসায়ীরা সাবধান। সারাদেশে চলছে সাঁড়াশি অভিযান।

পাবনায় লাইসেন্স বিহীন সরিষার তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান

বিএসটিআই রাজশাহীর সুদক্ষ পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম রেজার বিশেষ নির্দেশনা ও তত্বাবধানে বিএসটিআই রাজশাহীর সকল কর্মকর্তা রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় ক্লান্তিহীন পরিশ্রম করে নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনা করে।

 প্রকৌশলী জুনায়েদ আহমেদ,বিশেষ প্রতিনিধিঃ

ভেজাল ও নকল প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান ও বঙ্গকন্যা শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন নীতিকে অনুসরন করে বিএসটিআইয়ের মহাপরিচালকের নির্দেশক্রমে সারাদেশে বিএসটিআইয়ের ভেজাল ও নকল বিরোধী ধারাবাহিক অভিযান চলমান।

  বিএসটিআই রাজশাহীর সুদক্ষ পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম রেজার বিশেষ নির্দেশনা ও তত্বাবধানে বিএসটিআই রাজশাহীর সকল কর্মকর্তা রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় ক্লান্তিহীন পরিশ্রম করে নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনা করে। 

এরই ধারাবাহিকতায় পাবনায় লাইসেন্স বিহীন সরিষার তেল কারখানা সীলগালা ও ১০,০০০টাকা জরিমানা আদায় করেছে বিএসটিআই রাজশাহী।

বিএসটিআই সুত্রে জানা গেছে,  ১৭ ই জুন,২০২১ইং  খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই রাজশাহী ও পাবনা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে, পাবনা জেলায়  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে মেসার্স খাঁ অয়েল মিল, কালাচাঁদপাড়া, পাবনা কে  বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ধারা অনুযায়ী ১০,০০০(দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এয়াড়াও মেসার্স সাইমা ট্রেডার্স, কালাচাঁদপাড়া, পাবনা প্রতিষ্ঠানটি বিএসটিআই এর লাইসেন্স গ্রহন না করে সরিষার তেল বাজারজাত করায় সীলগালা করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন পাবনা জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ সাইফুল ইসলাম, প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন  জনাব মোঃ আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) । 

বিএসটিআই রাজশাহীর সহকারী পরিচালক প্রকৌশলী আসলাম উদ্দিন ও সহকারী পরিচালক প্রকৌশলী দেবব্রত বিশ্বাস ক্রাইম ডায়রিকে বলেন,  নকল বিরোধী এমন অবস্থান অব্যহত থাকবে। 

রাজশাহী বিএসটিআই এর পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম রেজা ক্রাইম ডায়রিকে বলেন, নকল ও ভেজাল এড়াতে বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহার পণ্য ও ব্যবসা উভয়কেই নিরাপদ করে। সকল ব্যবসায়ীর জন্য বিএসটিআইয়ের কর্মকর্তারা খুবই আন্তরিক

এরপরও যদি কেউ ভেজাল ও নকল পণ্য উৎপাদন করে তবে তা অত্যন্ত দুঃখজনক।  তিনি ভেজাল এড়াতে বিএসটিআইয়ের মান চিহ্ন ( সিএম ও মেট্টো) অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনা করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। 

ক্রাইম ডায়রি/ আদালত/ বিএসটিআই বিট