বগুড়ায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযানঃ নমুনা সংগ্রহ

সহকারী পরিচালক (সিএম) মেসবাহ্ উল হাসান  ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রি কে জানান, জেলার জনসাধারণের স্বার্থে এরুপ অভিযান চলমান থাকবে।

বগুড়ায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযানঃ নমুনা সংগ্রহ
ছবি-ক্রাইম ডায়রি

অভিযানে সদরের জলেশ্বরীতলার টাচ এন্ড টেক এর শো-রুম পরিদর্শন করে পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্নরকম পণ্যের নমুনা সংগ্রহ করা হয়

শরীফা আক্তার স্বর্ণা, বগুড়া জেলা প্রতিনিধিঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিএসটিআইয়ের বগুড়া অফিস কর্তৃক  বগুড়া জেলায় ওজন ও পরিমাপ যাচাই ও পণ্য মোড়কজাতকরণ এবং গুণগত মান যাচাই  এর উদ্দেশ্যে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে। 

বিএসটিআই বগুড়া অফিস সূত্রে জানা গেছে,  জানুয়ারি ২৪,২০২৪ইং তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী (সংযুক্তি বগুড়া)'র উদ্যোগে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদরের জলেশ্বরীতলার টাচ এন্ড টেক এর শো-রুম পরিদর্শন করে পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্নরকম পণ্যের নমুনা সংগ্রহ করা হয়।

  এছাড়াও একই এলাকার মেসার্স পদ্মা ফুডস,  মেসার্স সুপার কেক, কেক গার্ডেন এবং কবি নজরুল সড়কের এনাম দই ঘর; মাটিডালি এলাকার মেসার্স ফতেহ আলী চানাচুর ফ্যাক্টরী, জলেশ্বরীতলার স্টার ফুড, সাতমাথার   রসনা, বিসিক শিল্পনগরী বগুড়ার পদ্মা ড্রিংকিং ওয়াটার নামক প্রতিষ্ঠান গুলোতে অভিযান চালানো হয়। এসময় অসঙ্গতিপূর্ণ প্রতিষ্ঠান গুলোয় লাইসেন্স গ্রহন ও সংশোধন এর ব্যাপারে সতর্কতা ও পরামর্শ প্রদান করা হয়। 

 উক্ত অভিযান পরিচালনা করেন  বিএসটিআই  বিভাগীয় অফিস রাজশাহী ( সংযুক্তি বগুড়া) এর  কর্মকর্তাগণ জনাব মোঃ মেসবাহ- উল হাসান,সহকারী পরিচালক ( সিএম) এবং জনাব  মোঃ শাহ আলম পলাশ খাঁন, পরিদর্শক (মেট.)।

বিএসটিআই বগুড়ার দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক (সিএম) মেসবাহ্ উল হাসান  ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রি কে জানান, জেলার জনসাধারণের স্বার্থে এরুপ অভিযান চলমান থাকবে।

ক্রাইম ডায়রি // বিএসটিআই