শিবালয়ে মোবারক হোসেন খানকে এলাকাবাসী উপজেলা চেয়ারম্যান হিসেবে চায়

মোবারক হোসেন খান শিবালয় উপজেলার একজন বিশিষ্ট সমাজসেবক ও জনদরদী হিসেবে অতি পরিচিত মুখ। উপজেলার আপামর সাধারন জনতা তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

শিবালয়ে মোবারক হোসেন খানকে এলাকাবাসী উপজেলা চেয়ারম্যান হিসেবে চায়
ছবি-ক্রাইম ডায়রি

রিক্সাওয়ালা আজমানের মতো নালীর কৃষক বাবলু; মোবারক হোসেন খান নামটা উচ্চারন করা মাত্রই বললেন ভাই আপনি কে তা জানিনা তবে এটা বলতে পারি পান্নু খান সত্যিকারের মানবিক মানুষ। তাকে আমরা সাধারন মানুষ  উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই

মোঃ আমিনুজ্জামান, শিবালয় প্রতিনিধিঃ

শিবালয় উপজেলার অতি পরিচিত একজন মানুষ মোবারক হোসেন খান।  তাকে চেনেনা এমন মানুষ বিরল।  কিন্তু তাকে কি হিসেবে আর কিভাবে চেনে এটাই হলো বিষয়। আমাদের প্রতিনিধি ঢাকা হতে শিবালয় উপজেলায় পৌঁছে বেশ কিছু গণমানুষের সাথে মোবারক হোসেন সম্পর্কে জানতে চেষ্টা করেন। এদেরই একজন রিক্সাওয়ালা আজমান মিয়া। তিনি বলেন পান্নু খানকে ( মোবারক হোসেন খান এর ডাকনাম) ঠিক মানুষ না; তিনি হলেন ফেরেশতার মতো মানুষ।  আমাদের মতো গরীব মানুষকে ও তিনি মূল্যায়ন করে; গায়ে হাত বুলিয়ে; আদর করে কথা বলেন।  তিনি যেমন গরীবের বন্ধু তেমনি অভিভাবকও। কি বিয়েশাদী; কি চিকিৎসা তার কানে গেলে সাহায্যের তিনি বাড়াবেন এটা সবাই জানে।

রিক্সাওয়ালা আজমানের মতো নালীর কৃষক বাবলু; মোবারক হোসেন খান নামটা উচ্চারন করা মাত্রই বললেন ভাই আপনি কে তা জানিনা তবে এটা বলতে পারি পান্নু খান সত্যিকারের মানবিক মানুষ। তাকে আমরা সাধারন মানুষ  উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। 

জানা যায়,  মোবারক হোসেন খান উপজেলার একজন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী। পাটুরিয়াঘাট এলাকায় তার লিংক ইন্টারন্যাশনাল নামের ব্যবসাসহ আরও একাধিক  প্রতিষ্ঠান ও ফ্যাক্টরী আছে।

ব্যক্তিজীবনে তার স্ত্রী একজন  রত্নগর্ভা। তার একছেলে দেশের সুনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক এবং অন্যছেলে একজন বিশিষ্ট ব্যবসায়ী।

নির্বাচন প্রসঙ্গে জনাব মোবারক হোসেন খান গণমাধ্যমকে বলেন, এলাকার সাধারন মানুষের চাওয়া পূরণ করতে ও স্থানীয় বিশিষ্টজনদের অনুরোধে তিনি  উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে প্রস্তুতি নিয়েছেন।  তিনি বলেন, শিবালয় উপজেলার গণমানুষের উন্নয়ন এবং একটি আদর্শ উপজেলা বিনির্মানে তিনি সাধারন মানুষ ও এলাকার বিশিষ্ট মানুষদের সাথে নিয়ে কাজ করবেন।

ক্রাইম ডায়রি / উপজেলা নির্বাচন