বগুড়ায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট ও জরিমানা

বিএসটিআই জেলা অফিস ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বগুড়া জেলার কাহালু উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

বগুড়ায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট ও জরিমানা
ছবি-ক্রাইম ডায়রি
বগুড়ায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট ও জরিমানা

শরীফা আক্তার স্বর্ণা,জেলা প্রতিনিধিঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বগুড়া জেলায় একটি মোবাইল কোর্ট অভিযানে ২,০০,০০০/-  টাকা জরিমানা করা হয়েছে। 

ওজন ও পরিমাপ যাচাই ও পণ্য মোড়কজাতকরণ এবং গুণগত মান যাচাই  এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

 বিএসটিআই জেলা অফিস ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বগুড়া জেলার কাহালু উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় বলে বিএসটিআইয়ের বগুড়া অফিস সুত্রে জানা গেছে। 

বিএসটিআই জানিয়েছে,  মেসার্স রোকেয়া  ফিলিং স্টেশন , কালিয়াপুকুর,শিকড়, কাহালু, বগুড়া এর আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ সনদ না থাকায় এবং ডিজেল, পেট্রোল ও অকটেন  এর ০৫টি ডিসপেন্সি ইউনিটের প্রতি ১০লিটারে ৩২০মিঃলি,৩০০ মিঃ লিঃ ,৩৩০মিঃলিঃ,৩৯০মিঃলিঃও ২৭০মিঃলিঃ কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮ অনুসারে ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা মাত্র) জরিমানা আদায় করা হয়।

 অভিযানটি পরিচালনা করেন বিজ্ঞ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট  জনাব মোছা: মেরিনা আফরোজ , কাহালু উপজেলা, বগুড়া এবং   বিএসটিআই  জেলা অফিস বগুড়া এর প্রসিকিউটর কর্মকর্তা জনাব, মো: শাহ আলম পলাশ খাঁন পরিদর্শক (মেট.) এবং সার্বিক সহযোগিতায় জনাব মেসবাহ উল হাসান, ফিল্ড অফিসার ( সিএম)।

 বিএসটিআই বগুড়া অফিস ক্রাইম ডায়রিকে জানায়,  জেলার ভোক্তা সাধারণের জনস্বার্থে এই ধরনের অভিযান তারা অব্যাহত থাকবে।

ক্রাইম ডায়রি / আদালত