মেহেরপুরের গাংনীতে এমপির বিরুদ্ধে নিউজ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাঃ সাংবাদিক গ্রেফতার

Case filed under Digital Security Act for making news against MP in Meherpur's Gangni: Journalist arrested

মেহেরপুরের গাংনীতে এমপির বিরুদ্ধে নিউজ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাঃ সাংবাদিক গ্রেফতার

২০২০ সালের ১১ মে স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় ‘গাংনীর সাবেক এমপি মকবুলের কাণ্ড, ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর গাংনী আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এম এ এস ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও যুগ্ম সম্পাদক আল আমিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

মেহেরপুর হতে আব্দুস সালামঃ

 সম্প্রতি,  মেহেরপুরের গাংনী আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকা। এর জেরে রিপোর্টারসহ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা করেছে সংসদ সদস্যের ভাগ্নে। আর এরই জেরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সংবাদটির রিপোর্টার সাংবাদিক আল আমিন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মে ২২,২০২১ইং শনিবার ভোরে গাংনী পৌর শহরের বাঁশবাড়িয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আল আমিন হোসেন বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ও ঢাকা থেকে প্রকাশিত বিজনেস বাংলাদেশ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি এবং স্থানীয় মেহেরপুর প্রতিদিনের সাবেক যুগ্ম সম্পাদক। মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই সুমন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আদালতের পরোয়ানা থাকায় সাংবাদিক আল আমিন হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ মে স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় ‘গাংনীর সাবেক এমপি মকবুলের কাণ্ড, ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর গাংনী আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এম এ এস ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও যুগ্ম সম্পাদক আল আমিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলা নং ১২, তাং ১৩-০৫-২০২০ইং।

মামলায় নিম্ম আদালত থেকে তারা জামিনে ছিলেন। সম্প্রতি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত পরিবর্তন হয় এবং বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরা আশা করছেন সংবাদের তথ্যের সুষ্ঠু তদন্ত করে সত্যতার ভিত্তিতে আদালত ব্যবস্থা নিবে এবং দোষীরা শাস্তি পাবে। পাশাপাশি গণমাধ্যমের এই তিনকর্মীর মুক্তি কামনা করছেন সারাদেশের গণমাধ্যমকর্মীরা।

ক্রাইম ডায়রি// আদালত