গাজীপুরে জিএমপি'র অভিযানঃ মাদক সম্রাজ্ঞীসহ ১২ জন গ্রেফতার,মাদক উদ্ধার

GMP raids in Gazipur: 12 arrested including drug lord, drugs recovered

গাজীপুরে জিএমপি'র অভিযানঃ মাদক সম্রাজ্ঞীসহ ১২ জন গ্রেফতার,মাদক উদ্ধার
গাজীপুরে জিএমপি'র অভিযানঃ মাদক সম্রাজ্ঞীসহ ১২ জন গ্রেফতার,মাদক উদ্ধার

GMP raids in Gazipur: 12 arrested including drug lord, drugs recovered

গাজিপুর সংবাদদাতাঃ 

বঙ্গকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকের জিরো টলারেন্স নীতির প্রতিফলন হলো," চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে "। আর এই আদেশের বলে বলিয়ান হয়ে সারা দেশে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে বাংলাদেশ পুলিশ। এরই ধংশ হিসেবে গাজিপুর মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম টঙ্গী পূর্ব থানার  কেরানীরটেক এলাকা থেকে মাদকব্যবসায়ী সহ ১৪ জনকে আটক করেছে। 

জিএমপি সূত্রে জানা গেছে,  আগষ্ট  ৩১ মঙ্গলবার ভোর  সাড়ে পাঁচটা হতে সকাল সাড়ে সাতটা টানা অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানার কেরানীটেক বস্তিতে অভিযান চালায়। এসময় কেরানীটেক আমতলীর নূর ইসলামের মেয়ে ঝর্না আক্তার (২৪) কে ২৪ পিস ইয়াবা ও ১ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করে।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে  মৃত হামিদ মিয়ার ছেলে একই এলাকার বাসিন্দা  জাকির হোসেন নবীন (২৫) কে ১১২ পিস ইয়াবা ও নগদ ৩,০২,২৮০/( তিন লক্ষ দুই হাজার দুইশত আশি) টাকাসহ এবং একই এলাকার জাহিদুলের স্ত্রী কুলসুম(২৬) কে ২৩ পিস ইয়াবা ও নগদ ১২ হাজার টাকাসহ গ্রেফতার করা হয় বলে জিএমপি সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে এদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন আছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। অভিযান চলাকালে আরওব১১ জন সন্দেহভাজনকে আটকবকরা হয়। এদের  বিরুদ্ধেও  আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

জিএমপি  সূত্রে জানা গেছে, মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ক্রাইম ডায়রি // মহানগরী// আইনশৃঙ্খলা