নতুন দিকে মোড় নিচ্ছে অভিনেত্রী আশার মৃত্যু রহস্যঃ সিসি ফুটেজ থাকা সত্বেও কেন সন্দেহ?

Actress Asha's death mystery is taking a new turn: Why is there doubt despite having CC footage?

নতুন দিকে মোড় নিচ্ছে অভিনেত্রী আশার মৃত্যু রহস্যঃ সিসি ফুটেজ থাকা সত্বেও কেন সন্দেহ?

আরিফুল ইসলাম কাইয়্যুমঃ

অভিনেত্রী আশার মৃত্যু নিয়ে নতুন মোড়

রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজিতে (বিইউবিটি) আইন বিভাগে সপ্তম সেমিস্টারে পড়াশোনা করতেন তিনি। প্রায় চার বছর আগে তিনি অভিনয় জগতে আসেন। নাটকে অভিনয়, অনুষ্ঠান উপস্থাপনা ছাড়াও তিনি বিজ্ঞাপন ও গানের মডেল হয়েছেন। তার ইচ্ছে ছিল অভিনেত্রী হবার।

সম্প্রতি রাজধানীর মিরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত অভিনেত্রী আশা চৌধুরীর মৃত্যুর ঘটনায় দারুস সালাম থানায় মামলা হয়েছে। মামলায় আশাকে বহনকারী মোটরবাইক চালক তার বন্ধু শামীম আহমেদসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। শামীমকে প্রধান অভিযুক্ত করে মঙ্গলবার রাতে মামলাটি করে আশার পরিবার। মামলাটি করার সময় আশার মামা দুলাল জানান, মোটরবাইকের চালক শামীম আহমেদ পুলিশের সামনে তিন রকম কথা বলেছেন। তাদের ফেরার কথা ছিল কালশী রোড হয়ে কিন্তু টেকনিক্যাল মোড়ে তিনি কীভাবে গেলেন? কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরবাইকে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় আশা রাস্তায় পড়ে যান। তার মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়।

 

মামা দুলাল অভিযোগ করে বলেন, তাদের সন্দেহ হচ্ছে শামীমই  আশাকে নেশাজাতীয় কিছু খাইয়েছিল । আশা স্বাভাবিক  থাকলে শামীমকে ধরে বসত। তাছাড়া আশা রাস্তায় ছিটকে গেলেও শামীম  আশাকে একবারও ধরেনি।জানুয়ারী ৬,২০২১ ইং মঙ্গলবার রাত ৮টার দিকে অভিনেত্রী আশাকে দাফন করা হয়েছে। পরে রাতেই তার পরিবার সিদ্ধান্ত নেয় মামলা দায়েরের । মামলার বিষয়ে দারুস সালাম জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, আশার বাবা আবুল কালাম বাদী হয়ে মামলাটি করেছেন। শামীম আহমেদ অভিনেত্রী আশা চৌধুরীর পরিবারের ছয়-সাত বছরের পরিচিত বলে জানিয়েছে আশার পরিবার। তাকে সন্দেহ হওয়ায় অভিনেত্রীর পরিবার শামীমকেসহ সড়ক আইনের ১০৫ ধারায় অজ্ঞাত আরও চারজনকে আসামি করেছে। তারা মূল ঘটনা উদঘাটন করে অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছেন। জানা গেছে, চার বোনের মধ্যে আশা সবার বড়। রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজিতে (বিইউবিটি) আইন বিভাগে সপ্তম সেমিস্টারে পড়াশোনা করতেন তিনি। প্রায় চার বছর আগে তিনি অভিনয় জগতে আসেন। নাটকে অভিনয়, অনুষ্ঠান উপস্থাপনা ছাড়াও তিনি বিজ্ঞাপন ও গানের মডেল হয়েছেন। তার ইচ্ছে ছিল অভিনেত্রী হবার। তাই পরিবারের সাথে সমন্বয় রেখেই তিনি সে পথে পা বাড়াচ্ছিলেন। তার অকাল মৃত্যুতে তার পরিবার হতবিহবল হয়ে পড়েছে। 

ক্রাইম ডায়রি//ক্রাইম