বিএনপি সহিংসতা করে সরকার উৎখাত করতে চেয়েছিল: কানাডার ফেডারেল আদালত
জুন মাসের ১৫ তারিখে জুডিশিয়াল রিভিউয়ের এ আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
অনলাইন ডেস্ক:
বিএনপি নেতা মোহাম্মদ জিপসেদ ইবনে হক কানাডায় রাজনৈতিক আশ্রয়ের জন্য যে আবেদন করেছিলেন তা নাকচ করে দিয়েছে দেশটির একটি ফেডারেল আদালত। জানা গেছে গত জুন মাসের ১৫ তারিখে জুডিশিয়াল রিভিউয়ের এ আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
আদালতের সেই রায়ে বলা হয়েছে, মোহাম্মদ জিপসেদ ইবনে হক এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, যেই দল বল প্রয়োগ এবং নাশকতার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের চেষ্টা করেছে। তবে দলটি কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না।
বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লেখ করে কানাডায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন মোহাম্মদ জিপসেদ ইবনে হক। সেই রায় রিভিউতে দেশটির ফেডারেল কোর্টের রায়ে উল্লেখ আছে, আবেদনকারী ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য ছিলেন। কানাডার অভিবাসন কর্তৃপক্ষ বিএনপিকে এমন একটি সংগঠন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছে যারা বল প্রয়োগ এবং নাশকতায় জড়িত থেকে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে।
মোহাম্মদ জিপসেদ ইবনে হক ২০১৩ সালে স্টুডেন্ট ভিসায় কানাডায় প্রবেশ করেন। এরপর ২০১৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে ফিরে আসেন। ওই বছরই নভেম্বরে ফের তিনি কানাডায় যান।
এরপর ২০১৬ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, মিথ্যা একাডেমিক সনদ ব্যবহার করে দেশটিতে অবস্থান করার চেষ্টা করেছেন তিনি। পরে তাকে দেশটিতে অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং ওই বছর ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
ক্রাইম ডায়রি/ আন্তর্জাতিক