ইউপি মেম্বরের কান্ডঃ ভিজিডি কার্ড চাওয়ায় পা ভেঙ্গে দেয়ার অভিযোগ

UP member's Kand allegedly broke his leg for asking for VGD card

ইউপি মেম্বরের কান্ডঃ ভিজিডি কার্ড চাওয়ায় পা ভেঙ্গে দেয়ার অভিযোগ

ভিজিডি কার্ড চাওয়ায় পা ভেঙ্গে দেয়ার ঘটনা মনে এই প্রথম। মানুষের মনুষ্যত্ব এতটাই নিচে নেমে গেছে যে ক্ষমতা পাওয়ার পর তাদের নজর এখন গরীবের পাতের উপর গিয়ে পড়েছে। আর এহেন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সারা দেশে। ঘটনাটি ঘটেছে,পিরোজপুরের কাউখালীতে। জানা গেছে, স্ত্রীর জন্য ‘দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি-ভিজিডি’ কার্ড চাওয়ায় পিরোজপুরের কাউখালীতে স্থানীয় মেম্বারের লোকজন এক অটোরিকশাচালকের পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ব্যক্তির নাম মহারাজ। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।  উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের সংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

 পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

ভিজিডি কার্ড চাওয়ায় পা ভেঙ্গে দেয়ার ঘটনা মনে এই প্রথম। মানুষের মনুষ্যত্ব এতটাই নিচে নেমে গেছে যে ক্ষমতা পাওয়ার পর তাদের নজর এখন গরীবের পাতের উপর গিয়ে পড়েছে। আর এহেন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সারা দেশে। ঘটনাটি ঘটেছে,পিরোজপুরের কাউখালীতে। জানা গেছে, স্ত্রীর জন্য ‘দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি-ভিজিডি’ কার্ড চাওয়ায় পিরোজপুরের কাউখালীতে স্থানীয় মেম্বারের লোকজন এক অটোরিকশাচালকের পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ব্যক্তির নাম মহারাজ। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।  উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের সংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গছে, সম্প্রতি নিজের স্ত্রীর জন্য স্থানীয় মেম্বার সাকায়েত হোসেনের কাছে একাধিকবার একটি ভিজিডি কার্ড চান মহারাজ। এক পর্যায়ে কার্ড না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন তিনি।    অভিযোগে মহারাজ উল্লেখ করেন, এলাকার হুমায়ুন, শহিদ আকন, আ. সালামসহ ধনী ব্যক্তির স্ত্রীদের নামে ভিজিডি কার্ড করা হয়েছে। বিষয়টি সরকারি বিধিবিধান পরিপন্থি বলেও উল্লেখ করেন তিনি।

এরপর গত সোমবার বিকালে মহারাজ অটোকশা নিয়া বাড়ি থেকে কাউখালী আসছিলেন। পথে শংকরপুর এলাকায় সাকায়েত হোসেন মেম্বারের লোক ইয়াসিন টিটু খানসহ ৩/৪ জনে তার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করেন। এতে তার পা ভেঙে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  এ ঘটনায় তিনজনকে আসামি করে কাউখালী থানায় একটি মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা রেজাউল কবির রাজিব গনমাধ্যমকে জানান, মামলার সুত্র ধরে আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। আশা করি শীঘ্রেই গ্রেফতার করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

ক্রাইম ডায়রি// জেলা