ফিরে দেখাঃ মাদকাসক্তির কারনে চাকুরীচ্যুত ১০ পুলিশঃ মাদকবাজদের ছাড় নয়

Looking back: 10 policemen jobless due to drug addiction: Drug addicts are not exempt

ফিরে দেখাঃ মাদকাসক্তির কারনে চাকুরীচ্যুত ১০ পুলিশঃ মাদকবাজদের ছাড় নয়

কালিমুল্লাহ দেওয়ান রাজাঃ

"মাদকবাজদের কোন ছাড় নয়" বঙ্গকন্যা শেখ হাসিনার এমন নির্দেশনাকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের শ্লোগান ছিল," চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে "। আর বাংলাদেশ পুলিশ শুধু শ্লোগানেই সীমাবদ্ধ নেই।। নিজ ঘরেও চালাচ্ছে শুদ্ধি অভিযান।। স্বাধীনতার সময় হতে আরম্ভ করে অদ্যবধি পর্যন্ত দেশ গঠনে পুলিশের ভূমিকা তাই অবিস্মরণীয়।। সম্প্রতি, ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় ঢাকা মহানগর পুলিশের ১০ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। নভেম্বর ২২,২০২০ ইং রোববার ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতবছর সেপ্টেম্বরে দায়িত্ব ডিএমপি কমিশনারের দায়িত্ব নেয়ার পরই পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার ঘোষণা দেন মোহা. শফিকুল ইসলাম। এ পর্যন্ত ৬৮ জনের মাদক নেয়ার প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে ৭ জন এসআই, একজন সার্জেন্ট, ৫ জন এএসআই, ৫ জন নায়েক এবং ৫০ জন কনস্টেবল।

তিনি জানান, মাদকাসক্ত ওই ৬৮ জন পুলিশ সদস্যদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলা নিষ্পত্তি শেষে ওই ১৮ জনের মধ্যে ১০ জনকেই চাকরিচ্যুত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এমন নীতি গ্রহণে বাংলাদেশ পুলিশ যেমন একদিকে জাতী গঠনে ভূমিকা রাখবে অপরদিক সারাবিশ্বে আদর্শিক বাহিনী হিসেবেও খ্যাতি লাভ করবে।।

ক্রাইম ডায়রি // জাতীয়