রায়গঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে "স্বাধীনজীবন"-এর উদ্যোগে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন।

রায়গঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে
ছবি-ক্রাইম ডায়রি

Discussion meeting and distribution of saplings under the initiative of "Free Life" on World Environment Day in Raiganj

আব্দুর রাজ্জাক নাছিম, বিশেষ প্রতিনিধিঃ

৫ জুন ২০২৩ ইং সোমবার সকাল ১০ ঘটিকায় পরিবেশ বাদী সংগঠন স্বাধীনজীবন- এর উদ্যোগে রায়গঞ্জের ধানগরা সদর মহিলা ডিগ্রি কলেজে উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাজেূুল আলমের সভাপতিত্বে "পরিবেশ সংরক্ষণে আমাদের করনীয়" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক/শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে উক্ত কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনে কোরআন তেলোয়াত করেন উক্ত কলেজের শিক্ষার্থী মমতা খাতুন, গিতা পাঠ করেন শিক্ষার্থী তিথি সাহা।

বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক নাছিম,শিক্ষার্থী মহুয়া সাহা,রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কে এম রফিকুল ইসলাম,রায়গঞ্জ উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান।আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে ১৫ প্রজাতির শতাধিক ফলদ,ঔষধী,বনজ ও ফুলের গাছ উপহার হিসাবে দেওয়া হয়। অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন খান, স্বাধীনজীবনের সদস্য মোঃ আনোয়ার হোসেন, ফুয়াদ ফয়সাল প্রমূখ।

ক্রাইম ডায়রি/ জেলা