যতক্ষণ শ্বাস আছে, দেশের জন্য কাজ করে যাব - প্রধানমন্ত্রী শেখ হাসিনা

As long as there is breath, we will continue to work for the country - Prime Minister Sheikh Hasina

যতক্ষণ শ্বাস আছে, দেশের জন্য কাজ করে যাব  - প্রধানমন্ত্রী  শেখ হাসিনা
As long as there is breath, we will continue to work for the country - Prime Minister Sheikh Hasina

অনলাইন ডেস্কঃ

বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতক্ষণ শ্বাস আছে, দেশের জন্য কাজ করে যাব।

তিনি বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার যে লক্ষ্য নিয়ে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন।। সেই লক্ষ্য পূরণে আমৃত্যু কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমি জানি— যতক্ষণ আমার শ্বাস আছে, দেশের জন্য কাজ করে যাব। যখন মৃত্যু আসবে, তখন মরে যাব! এ নিয়ে চিন্তার কিছু নেই। কাজেই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়ে জাতির পিতার যে চিন্তাভাবনা ছিল, তা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। লক্ষ্য একটাই— মানুষের ভাগ্য পরিবর্তন করা, মানুষকে উন্নত জীবন দেওয়া— সেটাই করে যাচ্ছি।

 প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদানসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর ওই সফর নিয়ে মতবিনিময় করতেই এ সংবাদ সম্মেলন আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন থেকেই আওয়ামী লীগের সাংগঠনিকভাবে তৎপর হয়ে ওঠা নিয়ে একজন গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আমি নির্বাচনে বিশ্বাস করি, জনগণের ভোটে বিশ্বাস করি। কারণ আমি কখনই আত্মতুষ্টিতে ভুগি না যে আমি এত কাজ করেছি, আমার অপজিশন নেই।

কাজেই আমি এখন বসে থাকলে খরগোশ-কচ্ছপের দৌড়ের মতো দশা হবে। কাজেই নির্বাচনকে আমরা নির্বাচন হিসেবেই দেখতে চাই। জনগণের ভোট যেন আমরা পাই, সেজন্য জনগণের কাছে যেতে চাই। জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করে জনগণের ভোটেই আমরা ক্ষমতায় ফিরে আসতে চাই। আর জনগণ যদি ভোট না দেয়, আসব না— পরিষ্কার কথা।

ক্রাইম ডায়রি // জাতীয়