বগুড়ার সোনাতলায় নদীর তীরে শক্ত বাঁধ জরুরীঃ নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে ফসলি জমি
সোনাতলায় প্রধান দুটি নদীতে পানি কমতে থাকায় প্রবল স্রোত ও ঘুর্ণাবর্তে তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। যমুনা ও বাঙালির করাল গ্রাসে প্রতিদিন বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।
যমুনা ও বাঙালি নদীতে পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে নদীতে তীব্র স্রোত ও ঘুর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। ফলে, তীরবর্তী এসব এলাকার ফসলি জমি, বাড়িঘর ও গাছপালা নদীগর্ভে বিলীন হচ্ছে।
জাকির হোসেন রণি, উত্তরাঞ্চলীয় অফিসঃ
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, সোমবার বিকালে যমুনা নদীতে পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ও বাঙালি নদীতে ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
ক্রাইম ডায়রি/কৃষি