স্ত্রীর লাশ এ্যাম্বুলেন্সে রেখে স্বামী পলাতক

মৃত জোসনার লাশ হাসপাতালের সামনে একটি অ্যাম্বুলেন্সের ভেতর রেখেই স্বামী লাল চান পালিয়ে যান। পরে স্থানীয়রা জোসনার পরিবারকে খবর পাঠালে তার পরিবার লাশটি উদ্ধার করে

স্ত্রীর লাশ এ্যাম্বুলেন্সে রেখে স্বামী পলাতক
ছবি- অনলাইন হতে সংগৃহীত

জোসনা পেশায় একজন পোশাক শ্রমিক। প্রায় ৮ মাস আগে ওই এলাকায় স্থানীয় যুবক লাল চানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান জোসনা।

 সৈয়দা খাদিজা আক্তারঃ

“চাচা আপন প্রাণ বাঁচা” এই লোক কথাটির বাস্তবতা মিলল টঙ্গীর এক স্বামী স্ত্রীর ঘটনায়।  গাজীপুরের টঙ্গীতে বিষপানে এক স্ত্রীর মৃত্যু হলে ঘটনার পর অ্যাম্বুলেন্সে স্ত্রীর লাশ ফেলে পালিয়ে গেছে স্বামী। রোববার বিকাল ৩টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় বিষপানের এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত সোমবার বিকালে এরশাদনগর এলাকা থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মৃত ওই গৃহবধূর নাম জোসনা বেগম (২৮)। তিনি এরশাদনগর ৩নং ব্লকের আফজাল মিয়ার মেয়ে। পুলিশ জানায়, জোসনা পেশায় একজন পোশাক শ্রমিক। প্রায় ৮ মাস আগে ওই এলাকায় স্থানীয় যুবক লাল চানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান জোসনা। পরিবারের অমতেই বিয়ে করে টঙ্গীর দত্তপাড়া এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে বাস করতেন তিনি। রোববার দুপুরে স্বামীর সঙ্গে বাগবিতণ্ডা হয় জোসনার।

একপর্যায়ে নিজ ঘরে থাকা বিষপান করেন। এতে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি হাসপাতালে নিয়ে যায় স্বামী লাল চান। রাতে জোসনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

এ সময় মৃত জোসনার লাশ হাসপাতালের সামনে একটি অ্যাম্বুলেন্সের ভেতর রেখেই স্বামী লাল চান পালিয়ে যান। পরে স্থানীয়রা জোসনার পরিবারকে খবর পাঠালে তার পরিবার লাশটি উদ্ধার করে টঙ্গীর এরশাদনগর এলাকায় তাদের বাড়িতে নিয়ে যান। বিকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ক্রাইম ডায়রি/ ক্রাইম