রায়গঞ্জে পোনা মাছ অবমুক্তকরণ কাজের উদ্বোধন

মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় রায়গঞ্জ উপজেলা মৎস্য প্রশাসন রায়গঞ্জ উপজেলায় পোনা মাছ অবমুক্তকরন করে।

রায়গঞ্জে পোনা মাছ অবমুক্তকরণ কাজের উদ্বোধন

স.ম আব্দুস সাত্তার রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ

 সিরাজগঞ্জের রায়গঞ্জে পোনা মাছ অবমুক্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে । শনিবার সকাল ১১ টায় স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মোঃ আব্দুল আজিজ ফুলজোর নদীর ভূঞাগাতি ব্রিজ সংলগ্ন স্পটে প্রধান অতিথি হিসেবে এ পোনা অবমুক্তকরণ কাজের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিমুল ইহসান তৌহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, রায়গঞ্জের মোঃ হাফিজুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খান, সাংবাদিক সুব্রত কুমার ঘোষ তাপস প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এর রাজস্ব বাজেটের আওতায় এ দিন রায়গঞ্জ উপজেলা মৎস্য প্রশাসন রায়গঞ্জ উপজেলা পরিষদ পুকুর, সোনাখাড়া ইউনিয়নের বাসাইল বিল, পাঙ্গাশী ইউনিয়নের  ইছামতি নদীর পাঙ্গাশী ব্রিজ সংলগ্ন, ধানগড়া ইউনিয়নের লক্ষীকোলা ব্রীজ সংলগ্ন দহ, মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া রৌহা মাদ্রাসা, জামেয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া মাদ্রাসা, ব্রহ্মগাছা ইউনিয়নের যুগিদহ বিল, চান্দাইকোনা ইউনিয়নের আশরাফুল উলুম ষোলমাইল মাদ্রাসা পুকুরসহ উপজেলার ৯টি স্পটে  ৩৬৩.৬৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

ক্রাইম ডায়রি/জেলা