এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষ, ২ ড্রাইভার সহ নিহত ৭,মৃত্যুর মিছিল দীর্ঘ হবার আশংকা

ENA transport and London Express collide, 7 killed, including 2 drivers, death march feared to be long

এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষ, ২ ড্রাইভার সহ নিহত ৭,মৃত্যুর মিছিল দীর্ঘ হবার আশংকা

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাস মালিকদের স্বেচ্ছাচারী মনোভাব দূর্ঘটনার সবচেয়ে বড় নিয়ামক।  তারা পয়সা বাঁচানোর জন্য অদক্ষ ড্রাইভার এবং হেল্পার নিয়োগ দেয়। রাত হলেই এসব হেল্পাররা ঘুমিয়ে পড়ে অথবা চুপচাপ ঝিমায়। অথচ দায়িত্ব ছিল সে ড্রাইভারকে সতর্ক করবে এবং ড্রাইভারকে সজাগ রাখবে। সবাই যখন ঘুমাবে তখন অবশ্যই ড্রাইভারের ঝিমুনি আসতে পারে। আর তখনই ঘটে যায় দূর্ঘটনা। তাছাড়া, ড্রাইভারদের বেতন বাড়িয়ে তাদের পর্যাপ্ত ঘুমের সুযোগ সাপেক্ষে ডিউটি দেয়া উচিত। যা বাস মালিকরা মানছেন না। খিটিমিট মেজাজ নিয়ে ডিউটিরত এসব স্টাফরা যাত্রীর সাথে যেমন দূব্যবহার করে তেমনি রাগী মনোভাব নিয়ে গাড়ি চালায়। যার ভয়ংকর পরিনতি হয় মৃত্যু। 

সাহিদুজ্জামান চৌধুরীঃ

বেপরোয়া বাস চালনা ও প্রতিযোগিতামূলক মনোভাবের কারনে  রাস্তায় দূর্ঘটনার পরিমান বেড়েই চলেছে। সারাদেশ হতে ক্রমাগত মুখোমুখি সংঘর্ষ ও মৃত্যুর সংবাদ ব্যথিত করে তুলেছে পুরো জাতিকে। কয়েকদিন আগে বগুড়ায় এসআর ট্রাভেলস এর দূ্র্ঘটনার পর সিলেটে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস এর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। 

আজ ২৬ ফেব্রুয়ারী, ২০২১ইং শুক্রবার সকাল ৭টার দিকে সিলেট শহরতলির রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত অন্তত ২২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় ও সরেজমিন সুত্রে জানা গেছে। মুখোমুখি সংঘর্ষ হবার কারনে দুই বাসেরই চালক নিহত হয়েছে। 

পুলিশ জানিয়েছে, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে লন্ডন এক্সপ্রেস নামে একটি বাস ঢাকা থেকে সিলেট আসছিল। সিলেট শহরতলির রশিদপুরে একটি পেট্রোলপাম্পের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। হাসপাতাল সুত্রে জানা গেছে, মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হতে পারে।  

ক্রাইম ডায়রি // জেলা