মরক্কোয় ভুমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো
এখন পর্যন্ত এই ভূমিকম্পে ১০৩৭ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলছে, আহতের সংখ্যাও ১২শ’র বেশি।

রাত ১১.১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পটির ১৯ মিনিট পর আবারো ৪ দশমিক ৯ মাত্রার ভূ কম্পন অনুভূত হয়েছে।
প্রকৌশলী আয়াতুস সাঈফ মুন, মালয়েশিয়া হতেঃ
তুরস্কের পর এবার মরক্কোয় ভূমিকম্পের ভয়াবহতা দেখল বিশ্ববাসী। মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এখন পর্যন্ত এই ভূমিকম্পে ১০৩৭ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলছে, আহতের সংখ্যাও ১২শ’র বেশি।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে।স্থানীয় সময় রাত ১১.১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পটির ১৯ মিনিট পর আবারো ৪ দশমিক ৯ মাত্রার ভূ কম্পন অনুভূত হয়েছে।
ক্রাইম ডায়রি// আন্তর্জাতিক //সূত্র: আল জাজিরা