বগুড়ার শেরপুরে ভেজাল শিশু খাদ্য উৎপাদন করছে জান্নাত ফুড প্রোডাক্টস

Jannat Food Products is producing adulterated baby food in Sherpur, Bogra

বগুড়ার শেরপুরে ভেজাল শিশু খাদ্য উৎপাদন করছে জান্নাত ফুড প্রোডাক্টস

জাকির হোসেন রণি,উত্তরাঞ্চলীয় প্রধানঃ

বি এস টি আই’র পরিপূর্ণ অভিযান অব্যহত থাকার পরেও একশ্রেণীর অসাধু ও ভেজাল ব্যবসায়ী বি এসটিআইয়ের চোখ ফাঁকি দিয়ে তাদের ভেজাল কার্যক্রম অব্যহত রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা মানবদেহের জন্য ক্ষতিকর  এমন সব খাদ্য কোন সায়েন্টিফিক পদ্ধতি ব্যবহার না করেই অস্বাস্থ্যকর পরিবেশে কোন অত্যধুনিক মেশিনপত্র ছাড়াই হাতে হাতে বানিয়ে বাজারে সরবরাহ করছে। ফলে ঝুকির মধ্যে পড়ছে গ্রামী জনস্বাস্থ্য। সম্প্রতি  এমনই এক কারখানার সন্ধান মিলেছে বগুড়ার শেরপুরে। ক্রাইম ডায়রির অনুসন্ধানে জানা গেছে, বগুড়া জেলার শেরপুর থানাধীন  মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে  কোমলমতি শিশুদের খাদ্য তৈরী করা হচ্ছে সম্পূর্ন   ঘরোয়া পদ্ধতিতে। যা স্বাস্খ্যকর নয়। সরেজমিন  অনুসন্ধানে জানা গেছে,  শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার জনৈক  মামুন কৃষ্ণপুর গ্রামের  রুহল আমিনের বাসা ভাড়া নিয়ে জান্নাত ফুড প্রোডাক্টস নামে একটি শিশু খাদ্যের কারখানা খুলে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে।

বি এস টি আই’র পরিপূর্ণ অভিযান অব্যহত থাকার পরেও একশ্রেণীর অসাধু ও ভেজাল ব্যবসায়ী বি এসটিআইয়ের চোখ ফাঁকি দিয়ে তাদের ভেজাল কার্যক্রম অব্যহত রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

সেখানে তৈরী হচ্ছে বিভিন্ন ধরনের জুস, লিচু,ললিপপ যেগুলো কোমলমতি শিশুদের খুব প্রিয় খাবার।  সরেজমিনে সেখানে উৎপাদন প্রক্রিয়া অবৈজ্ঞানিক ও অস্বাস্থ্যকর দৃশ্যমান হয়েছে।এসব  পণ্য অতি গোপনীয়তায় সন্ধ্যার পর হতে রাত্রি ১০টা পযর্ন্ত বিভিন্ন দোকানে সরবরাহ করে থাকে। কারখানা স্থাপন করা বাড়িটি  আড়ালে হওয়ায় খুব সহজে কারো দৃষ্টিতে আসেনা। ফলে প্রশাসনের চোখে ধুলো দিয়ে আর  নকল ও ভেজাল পণ্যের জমজমাট ব্যবসা করছে জান্নাত ফুড প্রোডাক্টস।। এই কারখানায় শিশু শ্রমিকের ব্যবহারও রয়েছে বলে জানা গেছে। জান্নাত ফুড প্রডাক্টটসের মালিক মামুনের  মুঠোফোনে যোগাযোগ করা হলে মামুন জানান প্রশাসনকে ম্যানেজ করেই আমি আমার ব্যবসা পরিচালনা করে আসছি।

 এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ স্থানীয় সাংবাদিকদের জানান, এরকম কোন ঘটনা আমাদের জানা নেই।  তবে এ রকম ঘটনা যদি কেউ ঘটিয়ে থাকে তবে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্রাইম ডায়রি//জেলা//ক্রাইম