কে হতে যাচ্ছে বিশ্বমোড়ল? উত্তেজনায় কাটছে সময়ঃ আর একটু অপেক্ষা

Who is going to be the world leader? Spending time in excitement : and a little wait

কে হতে যাচ্ছে বিশ্বমোড়ল? উত্তেজনায় কাটছে সময়ঃ আর একটু অপেক্ষা

ক্রাইম ডায়রি ডেস্কঃ

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন মানে হলো বিশ্ব মোড়ল নির্বাচন। টান টান উত্তেজনায় তাকিয়ে আছে সারা বিশ্ব। ভাল মন্দ মিলিয়ে আর কিছু সময়ের অপেক্ষা।  ট্রাম্প বনাম জো বাইডেন।। ট্রাম্প আমলেও খারাপ কাটেনি আমেরিকানদের সময়।। পরবর্তী যিনিই আসুন আমেরিকার নীতি অনুযায়ী পূর্বজন পরেরজনকে সর্বাত্মক সহযোগিতা করার কথা। তাই দেশীয় অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এর চেয়ে বেশি শংকা পররাষ্ট্র নীতি নিয়ে।। সে বিবেচনায় হয়তো এগিয়ে থাকবেন বাইডেন।। তবে ট্রাম্প দূর্বল নন।প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পেতে এখনও বিলম্বের আভাস পাওয়া যাচ্ছে। ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে বাইডেন এগিয়ে থাকলেও ২১৪টি ইলেক্টোরাল ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বতায় টিকে আছেন ট্রাম্প। 

এখনও ছয়টি রাজ্যের ফলাফল ঘোষণা বাকি থাকায় কোনো প্রার্থীর জয়ের বিষয়ে নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়নি। কিন্তু বাইডেন সমর্থকদের আরও তর সইছে না। উদযাপনে যোগ দিতে নির্বাচনের দিনে অনেকেই বহু দূর থেকে রাজধানী ওয়াশিংটনের হোয়াইট হাউসে এসেছেন। ছোট ছোট দলে তারা নাচ ও গানের আসর জমিয়ে রীতিমতো ট্রাম্পকে বিদায়ের ঘোষণা দিয়ে চলেছেন। তারা বলছে, এটা হল ‘গোয়িং অ্যাওয়ে পার্টি’ বা ট্রাম্পের বিদায় অনুষ্ঠান। মাঝে মধ্যেই চিৎকার করে কেউ বলছেন, ‘উই ওয়ান্ট হিম গন’। 

তাদের হাতের ব্যানারে লেখা ‘রিমুভ ট্রাম্প’। তাদের বিশ্বাস তাদের নেতা বাইডেন এবার প্রেসিডেন্ট হবেন। খবর এএফপির। 

কিছুদিন আগেই এই হোয়াইট হাউসের সামনের জায়গাটি ছিল ব্ল্যাক লাইভ ম্যাটারস-এর বিক্ষোভকারীদের দখলে। 

চত্বরটির নাম ‘ব্লাক লাইভস ম্যাটার প্লাজা’ নামকরণ করেন ওয়াশিংটনের মেয়র। এরপর কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার পর বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় ট্রাম্পের বিরোধিরা অবস্থান নিলে জায়গাটি আরও সুপরিচিত হয়ে ওঠে। 

পুলিশও প্রচুর মোতায়েন করা হয়েছে। সংঘাতের আশঙ্কায় হোয়াইট হাউসের চারপাশ ঘিরে লাগানো হয়েছে অস্থায়ী নিরাপত্তা বেড়া। নিরাপত্তা কর্মীরা সতর্ক। 

কোনো ঘটনা ঘটলে দ্রুত মোকাবেলা করার জন্য তৈরি তারা। তবে আপাতত দূর থেকে বাইডেন সমর্থকদের উল্লাস প্রত্যক্ষ করছেন পুলিশ সদস্যরা। যে কোন সংঘাতে শান্তি বজায় রাখতে একপায়ে দাড়িয়ে আছেন তারা।

ক্রাইম ডায়রি // আন্তর্জাতিক