বগুড়ার শেরপুরে বিএসটিআইয়ের অভিযান

হালনাগাদ না থাকায় হালনাগাদ সনদ নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।

বগুড়ার শেরপুরে বিএসটিআইয়ের অভিযান
ছবি-ক্রাইম ডায়রি
বগুড়ার শেরপুরে বিএসটিআইয়ের অভিযান

হালনাগাদ না থাকায় হালনাগাদ সনদ নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।

শরীফা আক্তার স্বর্নাঃ

 সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিএসটিআই রাজশাহীর সুযোগ্য পরিচালকের দিক নির্দেশনায় বগুড়া  জেলায় বিএসটিআই এর স্কোয়ার্ড অভিযান(ওজন পরিমাপ ও পন্যের মোড়কজাতকরন এবং গুণগত মান যাচাই) পরিচালিত হয়।

জানা গেছে,  জুলাই ২৫, ২০২৩ ইং তারিখ বিকেলে  বিএসটিআই জেলা অফিস কর্তৃক শেরপুর,বগুড়ায় একটি স্কোয়ার্ড অভিযান পরিচালনা করা হয়। অভিযনে ১. লোকনাথ দধি ভান্ডার। ২. জয় দধি ভান্ডার। ৩. প্রান্ত দধি এন্ড মিষ্টান্ন ভান্ডার। ৪. নিউ উষা দধি এন্ড মিস্টার। ৫. রিপন দধি ভান্ডার। ৬। মুসলিমা দই ঘর। ৭. আখি মনি হোটেল এন্ড রেস্টুরেন্ট। ৮. সরকার দই ঘর। ৯. ভিআইপি দধি ভান্ডার। ১০. পাপন দধি ভান্ডার। ১১. মিঠাই হাড়ি দই ঘর। ১২. নিউ আরাফার দধি ভান্ডার নামক প্রতিষ্ঠান সমুহে প্রতিষ্ঠানের উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক(দই, মাঠা), ঘি পন্যের বিএসটিআই গুণগত সনদ ও মোড়কজাতকর নিবন্ধন সনদ নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।

একই সময় আলাউদ্দিন এন্ড সন্স (জ্বালানি তেলের দোকান) পরিমাপক যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায় ভেরিফিকেশন সনদ নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। বর্ষা ট্রেডাস (জ্বালানী তেলের দোকান) পরিমাপক যন্ত্র যাচাই করে সঠিক না পাওয়াই জনসম্মুখে ধ্বংস করা হয় নতুন লিটার সেট ক্রয় করে বিএসটিআই থেকে যাচাই করে ভেরিফিকেশন  সনদ নেয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। মির্জাপুর ফিলিং স্টেশন সকল ডিস্পেন্সিং ইউনিট পরিমাপের সঠিক পাওয়া গেলেও আন্ডারগ্রাউন্ড স্টোরেস্ট ট্যাঙ্কে হালনাগাদ না থাকায় হালনাগাদ সনদ নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।

জানা গেছে, জনস্বার্থে এই অভিযান পরিচালনা করেন
 বিএসটিআই  জেলা অফিস বগুড়া এর  কর্মকর্তা জনাব মোঃ মেসবাহ-উল-হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মো: শাহ আলম পলাশ খাঁন,
 পরিদর্শক (মেট.) । বিএসটিআই বগুড়া অফিস "ক্রাইম ডায়রি" এবং " গোয়েন্দা ডায়রি" কে জানান,বগুড়া জেলার ভোক্তা সাধারণের জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্রাইম ডায়রি/ আদালত