রাজশাহীতে আমানা গ্রুপের নতুন প্রধান কার্যালয়ের উদ্বোধন করলেন সিটি মেয়র লিটন
প্রকৌশলী জুনায়েদ আহমেদ, রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলা আামানা গ্রুপ রাজশাহী বাসীর স্বপ্নের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকে এ পর্যন্ত সফলতার সাথে তাদের প্রতিটি প্রজেক্টের কার্যক্রম অব্যহত রেখে সরকারী ও বেসরকারীভাবে সকলের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি, ৪ঠা অক্টোবর, ২০২০ইং রাজশাহীতে নিজস্ব নতুন ভবনে আমানা গ্রুপের প্রধান কার্যালয় উদ্বোধন হলো। এ সময় প্রধান অতিথি হিসাবে অফিসটি উদ্বোধন করেন আধুনিক রাজশাহীর রূপকার, নগরপিতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন। রাজশাহী বিভাগে কর্মসংস্থান সৃস্টি ও জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য তিনি আমানার প্রশংসা ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন আমানা গ্রুপের চেয়ারম্যান ডক্টর ফজলুল করিম, আমানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসউদুল হক, ইসি চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ আল মামুন, গ্রুপের ডিএমডি মোঃ আব্দুস সাত্তার, পরিচালক প্রকৌশলী ওয়ালিদ হোসেন,প্রকৌশলী হেলাল উদ্দিন ও রাজন প্রমূখ।
ক্রাইম ডায়রি// অর্থনীতি