করোনায় বেড়েছে কোটিপতিঃ এগিয়ে চলেছে বাংলাদেশ

স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটিপতি ছিল মাত্র পাঁচজন।

করোনায় বেড়েছে কোটিপতিঃ এগিয়ে চলেছে বাংলাদেশ

Despite of Corona increased millionaires Bangladesh is moving  forward

ক্রাইম ডায়রি ডেস্কঃ

ভয়াল করোনা মহামারীর মধ্যে মানুষ যখন কপর্দকহীন তখন আমাদের জন্য সুসংবাদ হলো দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে। বাংলাদেশ  ব্যাংকের হিসাব অনুযায়ী বিগত এক বছরে কোটিপতি আমানতকারী ৮ হাজারের বেশি বেড়ে ১ লাখ ১ হাজার ৯৭৬ জনে দাঁড়িয়েছে। মহামারী  করোনার সময়  ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত  এমন আমানতকারী বেড়েছে ১৯ হাজার ৩৫১ জন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন এমনটাই বলছে। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে কোটি টাকার বেশি আমানতের হিসাব (অ্যাকাউন্ট) ছিল ৯৩ হাজার ৮৯০টি। ২০২১ সালের ডিসেম্বর শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ৯৭৬টিতে। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোটিপতি হিসাব (অ্যাকাউন্ট) বেড়েছে ৮ হাজার ৮৬টি।

প্রতিবেদনে আরও দেখা যায়, ২০২০ সালের মার্চে দেশে যখন করোনা ছড়িয়ে পড়ে তখন ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত রাখা হিসাবের (অ্যাকাউন্ট) সংখ্যা ছিল ৮২ হাজার ৬২৫টি। মহামারি চলাকালে ২০২১ সালের সেপ্টেম্বরেই কোটিপতি হিসাবের ওই অংক ১ লাখ ছাড়ায়। ২০২১ সালের ডিসেম্বর শেষে তা দাঁড়ায় এক লাখ এক হাজার ৯৭৬ টিতে। সে হিসাবে মহামারির ২১ মাসে দেশে কোটিপতি হিসাব (অ্যাকাউন্ট) বেড়েছে ১৯ হাজার ৩৫১টি। 
 
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে ১২ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ৯৩৪টি ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) খোলা হয়। যেখানে জমা ছিল ১৫ লাখ ১২ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে কোটি টাকার বেশি হিসাবে (অ্যাকাউন্ট) জমা ৬ লাখ ৫৩ হাজার ৫৮৫ কোটি টাকা। ২০২০ সালের ডিসেম্বর শেষে কোটিপতি ব্যাংক হিসাবগুলোতে জমা ছিল ৫ লাখ ৯৫ হাজার ২৮৬ কোটি টাকা। ওই সময় মোট আমানতের স্থিতি ছিল ১৩ লাখ ৭৯ হাজার ১৫০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও দেখা যায়, এক কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকার আমানতকারীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৯ হাজার ৮৮৩টি। যাদের হিসাবে জমা টাকার অংক এক লাখ ৬৬ হাজার ৪৪৩ কোটি টাকা। পাঁচ কোটি থেকে ২০ কোটির মধ্যে রয়েছে ১৭ হাজার ৯টি অ্যাকাউন্ট।

তাদের অ্যাকাউন্টে টাকার অংক এক লাখ ৫৮ হাজার ৬৯৫ কোটি টাকা। এ ছাড়া ২০ কোটি থেকে ৫০ কোটির উপরে মোট হিসাবধারীর সংখ্যা ৫ হাজার ৮৪টি। এই হিসাবগুলোতে জমার অংক তিন লাখ ২৮ হাজার ৭১৯ কোটি টাকা।

তবে বিশ্লেষকরা বলছেন,  এ সব কোটি টাকার একাউন্টের মধ্যে একই ব্যাক্তির একাধিক একাউন্ট এবং প্রাতিষ্ঠানিক একাউন্টও রয়েছে।  উল্লেখ্য স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটিপতি ছিল মাত্র পাঁচজন। 

ক্রাইম ডায়রি // অর্থ বানিজ্য