একযুগে পা রাখল আমানা গ্রুপঃ দেশীয় অর্থনীতিতে অবদান রাখার প্রত্যয়

একযুগপূর্তী  উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির কর্পোরেট প্রধান কার্যালয় রাজধানীর উত্তরায় আমানা বিজনেস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপণা পরিচালক জনাব মুহাম্মদ মাসউদুল হক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ কন্টকাকির্ন পথ অতিক্রম করে আমানা গ্রুপের এই পথ চলাকে সুদৃঢ় করতে সবাইকে আন্তরিকতা ও মনোযোগ দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যেতে হবে।

একযুগে পা রাখল আমানা গ্রুপঃ দেশীয় অর্থনীতিতে অবদান রাখার প্রত্যয়

আমানা গ্রুপের চেয়ারম্যান জনাব ডক্টর ফজলুল করিমের সরাসরি তত্বাবধায়নে যুগপূর্তি অনুষ্ঠানের এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব খায়রুজ্জামান লিটন।

আতিকুল্লাহ আরেফিন রাসেলঃ

হাঁটি হাঁটি পাঁ পাঁ করে এগিয়ে চলা আমানা গ্রুপ লিমিটেডের একযুগ পুর্তি অনুষ্ঠান প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ও সকল কর্পোরেট অফিসে এক বর্ণাঢ্য কেককাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ২০১০ সালের ১৪ ই ফেব্রুয়ারী  উত্তরবঙ্গের সবুজ নগরী নাটোর হতে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি আজ বিশাল মহীরুহে পরিণত হয়েছে। একযুগপূর্তী  উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির কর্পোরেট প্রধান কার্যালয় রাজধানীর উত্তরায় আমানা বিজনেস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপণা পরিচালক জনাব মুহাম্মদ মাসউদুল হক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন দীর্ঘ কন্টকাকির্ন পথ অতিক্রম করে আমানা গ্রুপের এই পথ চলাকে সুদৃঢ় করতে সবাইকে আন্তরিকতা ও মনোযোগ দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যেতে হবে। তিনি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে বিনয়ী,মনোযোগী এবং পরিশ্রমী হয়ে প্রতিষ্ঠানের সকল কর্মকান্ডে অংশগ্রহন করতে পরামর্শ দেন।

তিনি বলেন আমানা গ্রুপের সকল পরিচালক বৃন্দ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ সকল শাখায় একই সময়ে যুগপূর্তী অনুষ্ঠান পালণ করছেন। যদিও সবাই একত্রিত হয়ে উৎসব পালন করলে মন্দ হতোনা। কিন্তু আমানা গ্রুপের সকল পরিচালক একই বৃন্তে ফোঁটা ফুল। তারা বিভিন্ন জায়গায় অবস্থান করলেও হৃদয় তাদের একটাই। তাদের পরিশ্রম, আন্তরিকতা ও ত্যাগের বিনিময়ে চলমান এই প্রতিষ্ঠান। এ সময় আমানা গ্রুপের কোম্পানী সেক্রেটারী জনাব মোঃ আব্দুর রহিম দোয়া ও মোনাজাত  পরিচালনা করেন। তিনি মহান আল্লাহ তায়ালা’র নিকট প্রতিষ্ঠানের সুদীর্ঘ পথচলার কারিগর প্রতিষ্ঠানের ফোরষ্টার পরিচালকসহ সকল পরিচালকবৃন্দের উত্তোরত্তর সমৃদ্ধি ও সুস্থতা কামনা সহ প্রতিষ্ঠানের উন্নয়ন ও সারাদেশে আমানা বিগবাজারের শাখা বৃদ্ধির জন্য মহান আল্লাহতায়ালার নিকট সাহায্য কামণা করেন। এরপর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক একযুগপূর্তি উৎসবের কেক কাটেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমানা কনসোর্টিয়ামের এমডি জনাব. ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান দিপু, আমানা ফুড এন্ড কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড এবং আমানা এগ্রো কেমিক্যালস লিমিটেডের পরিচালক (প্ল্যানিং,ডেভলপমেন্ট এন্ড অপারেশন) ডক্টর এম আর এ জীবন চৌধুরী, রেঞ্জ ফ্যাশন লিমিটেডের সিইও নাহিদুল ইসলাম, পরিচালক আরমান হোসেন , আমানা ফুডের জিএম মমিনুল ইসলাম মাহিন, আমানা বিগ বাজারের জিএম ইমরান হোসেন, আমানা টেকনিক্যাল মার্কেটিং এর ইনচার্জ আব্দুর রহমান, সিএফও রাকিবুল ইসলাম, জিএম একাউন্টস রিয়াজুল ইসলামসহ কোম্পানীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।



আমানা গ্রুপের প্রশাসনিক বিভাগ সুত্রে জানা গেছে একই সময়ে আমানা গ্রুপের রাজশাহীস্থ প্রধান কার্যালয়সহ নাটোর ফ্যাক্টরী ও আমানা বিগ বাজারের সকল শাখায় একযুগপূর্তী উৎসব একযোগে পালিত হয়েছে।
 উৎসবে মুখরিত আমানা গ্র্র্রুপ রাজশাহীঃ  


বিভাগীয় শহর রাজশাহীর প্রাণকেন্দ্র রাজশাহীর গৌরহাঙ্গায় অবস্থিত আমানা বিগ বাজার রাজশাহী শাখা রাজশাহীর গর্বে পরিণত হয়েছে। এছাড়া আমানা ফানভিলে রেষ্টুরেন্ট রাজশাহীর প্রথম এবং একক ব্রান্ড। যেখানে হোটেল,মোটেলসহ কিডসজোন এবং অত্যাধুনিক খাবারের ব্যবস্থা আছে। আধুনিক রাজশাহী নগরী গড়াতেও আমানার ভুমিকা আছে। আমানা উত্তরায়ন সিটি আধুনিক রাজশাহীর পথচলাকে সুদৃঢ় করেছে। হাঁটিহাঁটি পাঁ পাঁ করে আমানা গ্রুপ এখন  রাজশাহীর অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রধান কার্যালয়ে আমানার গ্রুপের একযুগ পূর্তি উৎসবের বর্ণিল আয়োজন করা হয়। আমানা গ্রুপের চেয়ারম্যান জনাব ডক্টর ফজলুল করিমের সরাসরি তত্বাবধায়নে যুগপূর্তি অনুষ্ঠানের এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব খায়রুজ্জামান লিটন। এসময় উপস্থিত ছিলেন আমানা গ্রুপের ইসি কমিটির চেয়ারম্যান, আমানা গ্র্রপ এবং সহযোগী প্রতিষ্ঠানসমুহের পরিচালক মন্ডলী ও আমানা গ্রুপের প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এবং আমানা বিগ বাজার রাজশাহী শাখার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আমানা বিগবাজার উত্তরা শাখাঃ

আমানা বিগ বাজার উত্তরা শাখায় এক বর্ণিল আয়োজনে কেককাটার মাধ্যমে উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহম্মদ মাসউদুল হক, আমানা বিগ বাজারের জিএম ইমরান হোসেন, আমানা ফুডের জিএম মমিনুল ইসলাম মাহিন, বিগ বাজার উত্তরা শাখার ম্যানেজার মোঃ ইব্রাহীম রেজা খানসহ বিগবাজার উত্তরা শাখার সকল কর্র্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আমানা বিগবাজার সেনা কল্যান শাখাঃ

রাজধানীর মহাখালীর সেনা কল্যান সংস্থার এসকেএস টাওয়ারে আমানা বিগ বাজার  সেনা কল্যান শাখায় এক আনন্দঘন আয়োজনে কেককাটার মাধ্যমে যুগপূর্তি উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহম্মদ মাসউদুল হক, আমানা বিগ বাজারের জিএম ইমরান হোসেন, আমানা ফুডের জিএম মমিনুল ইসলাম মাহিন, বিগ বাজার সেনা কল্যান শাখার ম্যানেজারসহ বিগবাজার সেনা কল্যান শাখার সকল কর্র্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আমানা বিগবাজার কুমিল্লা শাখাঃ পূর্ববঙ্গের প্রবেশদ্বারা ঐতিহ্যবাহী নগরী কুমিল্লা সিটি কর্পোরেশনের বাদুরতলায় অবস্থিত আমানা বিগবাজারের কুমিল্লা শাখায় কেককাটার মাধ্যমে যুগপূর্তি উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের কুমিল্লা শাখার পরিচালকবৃন্দ সহ আমানা বিগ বাজার কুমিল্লা শাখার   সকল কর্র্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বর্ণাঢ্য কেককাটা অনুষ্ঠানে নাটোর অফিসঃ
নাটোর যেখান হতে যাত্রা শুরুঃ


আমানার বর্নাঢ্য পথ চলায় সবচেয়ে বড় অবদান নাটোরের। উত্তরবঙ্গের সবুজ জেলা  ছিমছাম নিরব এই শহরের জে এস প্লাজা হতে ২০১০ সালের ১৪ ই ফেব্রুয়ারী আমানা গ্রুপের প্রথম প্রতিষ্ঠান আমানা ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে হেড অফিস রাজশাহী হলেও একসময় সকল অফিসই নাটোরকেন্দ্রীক ছিল। এখানেই রয়েছে আমানা গ্রুপের অন্যতম প্রতিষ্টানগুলোর কার্যালয় ও ফ্যাক্টরী। নাটোর শহর ও নাটোরের বনপাড়ায় রয়েছে আমানা বিগ বাজারের দু’টি শো রুম। নাটোর বিসিকে রয়েছে আমানা ফুড এন্ড কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড এবং আমানা এগ্রো কেমিক্যালস লিমিটেড এর সুবিশাল দু’টি ফ্যাক্টরী। রয়েছে আমানা ডেভলপমেন্টের কার্যালয় । এছাড়া নাটোর শহরের প্রানকেন্দ্রে তৈরি হতে যাচ্ছে নাটোরের গর্ব আমানা টাওয়ার।

নাটোর বিসিকে অবস্থিত প্রতিষ্টানের অফিসে আয়োজিত এক যুগপূর্তি অনুষ্ঠানের কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কেটে উৎসব পালন করেন আমানা এগ্রো কেমিক্যালস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুস সাত্তার। প্রধান অতিথির বক্তব্যে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে জনাব আব্দুস সাত্তার বলেন, নিজে ভাল থাকব, প্রতিষ্ঠানকে ভাল রাখব।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন আমানা এগ্রো কেমিক্যালস লিঃ এর ফ্যাক্টরী ইনচার্জ জনাব শরীফুল ইসলাম বাবু, আমানা ডেভলপমেন্টের জিএম ওবায়দুর রহমান অনিক, কর্পোরেট মার্কেটিং ইনচার্জ.হুমায়ন কবির, আমানা বিগ বাজারের ইনচার্জ বকুল হোসেন, আমানা ফুড এন্ড কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড এর ফ্যাক্টরী ম্যানেজার জনাব মারফত আলী, সহকারী ম্যানেজার মোবারক হোসেন, একাউন্ট্যান্ট মাসুদ রানা, আনোয়ার হোসেন তুষার সহ সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
বনপাড়া অফিসঃ


নাটোরের বনপাড়ায় অবস্থিত আমানার ডেভলপমেন্ট অফিস এবং আমানা বিগবাজারের শাখায় একযুগপূর্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বনপাড়ার পৌরমেয়র জনাব জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইনচার্জ জনাব মুহিউদ্দিন এবং আমান বিগবাজার বনপাড়া শাখার ইনচার্জ মামুনসহ সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
বনানী অফিসঃ

রাজধানীর  বনানীতে আমানা কনসোর্টিয়াম এবং আমানা বিগবাজারের যৌথ উদ্যোগে কেককাটার মাধ্যমে যুগপূর্তি উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহম্মদ মাসউদুল হক, আমানা কনসোর্টিয়ামের এমডি, আমানা বিগ বাজারের জিএম, আমানা বিগ বাজার বনানী শাখার  ও বনানী অফিসের  সকল কর্র্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কাকরাইল অফিসঃ

ঢাকা মহানগরীর গুরুত্বপুর্ন এলাকা কাকরাইলে অবস্থিত আমানা গ্রæপের প্ল্যানিং অফিস, আমানা মার্কেটিং লিমিটেড এবং আমানা বিগ বাজার কাকরাইল শাখার উদ্যোগে কেককাটার মাধ্যমে যুগপূর্তি উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহম্মদ মাসউদুল হক, আমানা মার্কেটিং এর এমডি জসিম উদ্দিন, আমানা বিগ বাজারের জিএম, আমানা বিগ বাজার কাকরাইল শাখার ম্যানেজারসহ কাকরাইল অফিসের  সকল কর্র্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পাবনা অফিসঃ বাংলাদেশের রাশিয়া খ্যাত জেলা পাবনা অফিসে কেককাটার মাধ্যমে যুগপূর্তি উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে ছিলেন আমানা এগ্রোকেমিক্যালস লিমিটেডের এমডি জনাব মোঃ আব্দুস সাত্তার, আমানা ডেভলপমেন্ট এর জিএম ওবায়দুর রহমান অনিক ও পাবনা অফিসের  সকল কর্র্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ক্রাইম ডায়রি// সুত্রঃ বিজ্ঞপ্তি-আমানা//জেলা/অর্থ-বানিজ্য//স্পেশাল রিপোর্টার