বগুড়ার শেরপুরে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহতঃ মামলা দায়ের

freedom fighter injuried : A case has been filed against in a terrorist attack at Sherpur in Bogra

বগুড়ার শেরপুরে  সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহতঃ মামলা দায়ের

বিবাদীগণ পূর্বে থেকেই বাদির সঙ্গে বিরোধপূর্ন জমিতে চারাগাছ লাগানো শুরু করে। এসময় বাদি তাদেরকে উক্ত জমিতে গাছ লাগাতে নিষেধ করে, বিবাদীগণেরা বাদির নিষেধকে উপেক্ষা করে  কোঁদাল দিয়ে গাছ লাগাতে থাকে ও বাদিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে এক পর্যায়ে বিবাদীগণ বাদির উপর অতর্কিত হামলা করে।

 জাকির হোসেন রনিঃ

 বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে বীর মুক্তিযোদ্ধা আইয়ুব হোসেন (৭৩) ও তার ছেলে আবু সুফিয়ান (৩৭) হামলার শিকার হয়েছেন। আহত বীর মুক্তিযোদ্ধা উপজেলার গাড়িদহ ইউনিয়নের দরিপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গত ২৪ মে (সোমবার) বীর মুক্তিযোদ্ধা আইয়ুব হোসেন বাদি হয়ে,একই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মোঃ হরুনুর রশিদ (৩৬), মোঃ হাফিজার রহমান টিটু (৩১) মোঃ সাকিব হোসেন (২৪) মোট তিনজনকে বিবাদী করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাযায়, ঘটনার দিন ২৪ মে (সোমবার) সকাল ৭টায় সকল বিবাদীগণ পূর্বে থেকেই বাদির সঙ্গে বিরোধপূর্ন জমিতে চারাগাছ লাগানো শুরু করে। এসময় বাদি তাদেরকে উক্ত জমিতে গাছ লাগাতে নিষেধ করে, বিবাদীগণেরা বাদির নিষেধকে উপেক্ষা করে  কোঁদাল দিয়ে গাছ লাগাতে থাকে ও বাদিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে এক পর্যায়ে বিবাদীগণ বাদির উপর অতর্কিত হামলা করে।

এসময় বাদির ছেলে আবু সুফিয়ান বাদিকে উদ্ধার করতে আসলে তাকেও মারাত্মক ভাবে আহত করে হামলাকারীরা। গ্রামবাসীরা তাদের চিৎকারে এগিয়ে এসে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে পাঠান।

এ বিষয়ে শেরপুর থানার ওসি.(তদন্ত) আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে।  প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে ।

ক্রাইম ডায়রি/আইন শৃঙ্খলা