নারীকে বিবস্ত্র করে নির্যাতনঃ ভাইরাল ভিডিও অপসারণের জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত

নারীকে বিবস্ত্র করে নির্যাতনঃ ভাইরাল ভিডিও অপসারণের জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত

আদালত প্রতিবেদকঃ

নারীকে বিবস্ত্র করে ইতিহাসের জঘন্যতম যৌন নির্যাতন আইয়্যামে জাহেলিয়াতকে হার মানিয়েছে। নির্যাতন করেই শুধু ক্ষান্ত হয়নি নরপশুর দল ।ঐ সময় যেহেতু কেউ সাহায্য করেনি সুতরাং বোঝাই যায় যে তারাই এই দৃশ্য  ভিডিও করে তা ভাইরাল করেছে। দৃশ্যটি এতই ভয়াবহ ও হৃদয় বিদারক যে সোশাল মিডিয়ায় দেখে কেউ এটা সহ্যই করতে পারছেনা। এরই প্রেক্ষিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসিকে মহামন্য আদালত ভাইরাল ভিডিওটি মুছে ফেলার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে ভিডিওটি পেনড্রাইভ বা সিডিতে সংরক্ষণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। ওই নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে তীব্র সমালোচনার পর সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেয়।

এছাড়া এ ঘটনায় করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্যাতিত নারী ও তার পরিবারকে সব ধরনের নিরাপত্তা দিতে নোয়াখালীর পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ওই নারীর নিরাপত্তা, জবানবন্দি নেওয়া, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ সার্বিক ঘটনায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার কোনো অবহেলা আছে কি না তা অনুসন্ধানে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করে দিয়েছে হাই কোর্ট।

কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জেলার সমাজ সেবা কর্মকর্তা ও চৌমুহনী সরকারি এস এ কলেজের অধ্যক্ষকে কমিটিতে রাখা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের একটি গ্রামে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক একজন নারীকে বিবস্ত্র করে মারধর করছে। তাদের একজন পা দিয়ে ওই নারীর মুখ চেপে ধরেছে। বার বার আকুতি জানানোর পরও নির্যাতন করা বন্ধ করেনি তারা। এমন দৃশ্য পুরো দেশবাসীকে হতাশার সাগরে ফেলে দিয়েছে। বঙ্গকন্যা শেখ হাসিনা যেখানে অন্যায়ের বিরুদ্ধে কঠোর ; ঠিক সেই সময় এমন দুঃসাহস দেখিয়েছে অপরাধীরা।

এক মাসেরও বেশি সময়ের আগের এই ঘটনার ভিডিও রোববার ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তীব্র ক্ষোভ দেখা দেয়। নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আসে বিভিন্ন মহল থেকে। এরপর ওই নারীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় স্থানীয় পুলিশ।  ইতোমধ্যে এ  ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ক্রাইম ডায়রি/আদালত