বগুড়ার শেরপুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষঃ ধনকুন্ডির ইদ্রিস আলীসহ নিহত ৬,আহত ১৮

Bogra truck collides head-on at Sherpur in Bogra: Dhankundi's Idris Ali with 6 killed, 18 injured

বগুড়ার শেরপুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষঃ ধনকুন্ডির ইদ্রিস আলীসহ  নিহত ৬,আহত ১৮

এসময় এস আর ট্রাভেলস এর চালকের সহকারী স্থানীয় ফুডভিলেজ খ্যাত ধনকুন্ডি গ্রামের বাসিন্দা মরহুম নজর আলীর ছেলে মোঃ ইদ্রিস আলী ঘটনাস্থলে নিহত হন

শরীফা আক্তার স্বর্নাঃ

ছয়লেনের কাজ চলায় সংস্কারাধীন রাস্তায় প্রায়শঃই ঘটছে মারাত্বক দূর্ঘটনা। ড্রাইভারদের প্রতিযোগিতামূলক মনোভাব এবং ছাড় নেয়া দেয়ার মানসিকতাই দূর্ঘটনার জন্য দায়ী বলে অনেকে মনে করছেন। ফেব্রুয়ারী ২১,২০২১ইং ভোর ৬ টা। উত্তরবঙ্গের প্রবেশ দরজা বগুড়ার শেরপুরের কলেজ রোড। হঠাৎ বিকট শব্দ ও চিৎকার। পথচারী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এস আর ট্রাভেলস এবং ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক এর মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক প্রাণ হারান বাস চালক হেলপার ও ট্রাক চালকসহ ছয়জন। এসময় এস আর ট্রাভেলস এর চালকের সহকারী স্থানীয় ফুডভিলেজ খ্যাত ধনকুন্ডি গ্রামের বাসিন্দা মরহুম নজর আলীর ছেলে মোঃ ইদ্রিস আলী ঘটনাস্থলে নিহত হন।

 শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন ক্রাইম ডায়রিকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসআর ট্রাভেলসের একটি বাস যাত্রী নিয়ে বগুড়া যাচ্ছিল। আর পাথরবোঝাই ট্রাকটি আসছিল বিপরীত দিক থেকে। “কলেজ রোডে দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে বাসের চালক-হেলপার ও ট্রাকের চালক যাত্রীসহ মোট ছয়জন ঘটনাস্থলেই নিহত হন।” খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। সেখান থেকে ১৮ জনকে আহত অবস্থায় প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক রাস্তার মাঝে উল্টে পড়ে থাকায় এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। ফলে দুই দিকে অসংখ্য যানবাহন আটক পড়ে এবং প্রায় উভয় দিকে দশ হতে পনের কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছে স্থানীয় জনগন।

ক্রাইম ডায়রি /// জেলা