প্রবীন সাংবাদিক সাত্তার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
ভুঞাগাঁতি নামক স্থানে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী কোচের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন।
জাকির হোসেন রনিঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ-তাড়াশ উপজেলার প্রবীণ সাংবাদিক রায়গঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক স.ম আব্দুস সাত্তার সেপ্টেম্বর ২৯,২০২২ইং বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ভুঞাগাঁতি নামক স্থানে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী কোচের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাস্তার ফোরলেনের কাজ চলায় ভুঞাগাঁতি রাস্তায় এমনিতেই সবসময় জ্যাম লেগে থাকে। ঘটনার সময় জ্যাম কম থাকায় ঢাকাগামী একটি চলন্ত গাড়ি সাংবাদিক সাত্তারকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় রাস্তায় লোকজন কম থাকায় চলন্তবাসটিকে আটকানো যায়নি। আশেপাশের লোকজন দ্রুত তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।
খবর পেয়ে রায়গঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ দ্রুততার সাথে হাসপাতালে চলে আসেন এবং চিকিৎসকার তদারকি করেন। তিনি অপরাধ গবেষনা প্রতিষ্ঠান ও জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রি’র সিরাজগঞ্জ ব্যুরো প্রধান, জাতীয় সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলার আহবায়ক।
এদিকে সাংবাদিক সাত্তার আহতের ঘটনায় বাংলা ডায়রি মিডিয়া লিমিটেড পল্টন কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়্ । এসময় ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রি অফিস ষ্টাফ ও ষ্টাফ রিপোর্টাররা উপস্থিত ছিলেণ। সাংবাদিক সাত্তার আহতের ঘটনায় দুঃথ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু গবেষনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা লায়ন গণি মিয়া বাবুল, দৈনিক কালের ছবির সম্পাদক ও প্রকাশক জাহিদুল ইসলাম শিশির, দি ফিন্যান্স টুডে’র সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান,খবর টিভির সম্পাদক মোঃশাহাদাত হোসেন রিটন,ডিএফপির কর্মকর্তা মোতাহার হোসেন, ঢাকা ডিসি অফিসের প্রকাশনা শাখার কর্মকর্তা আমানউল্লাহ প্রমুখ।
ক্রাইম ডায়রি/স্পেশাল