<<<<<<<<<<<<<<<<বঙ্গবন্ধু>>>>>>>>>>>>>>>>
দলমত নির্বিশেষে যিনি ছিলেন বাংলা ও বাঙ্গালী জাতির প্রাণ। যিনি নিজের জীবনের সুখ স্বাচ্ছ্যন্দের জন্য নয় যিনি শুধু ভাবতেন এই দেশ ও মানুষের জন্য। যিনি রেসকোর্সের ভাষণে দীপ্ত কন্ঠে বাঙ্গালী জাতির মুক্তি ঘোষণা করেছিলেন সেই মহান ব্যক্তিকে একদল কুচক্রী হায়েনা নির্মমভাবে স্বপরিবারে গুলি করে শহীদ করেছিল।

<<<<<<<<<<<<<<<<বঙ্গবন্ধু>>>>>>>>>>>>>>>>
......আতিকুল্লাহ আরেফিন রাসেলের বঙ্গবন্ধু ভাবণার বহিঃপ্রকাশ..........
আজ সেই শোকাবহ ১৫ই আগষ্ট। দলমত নির্বিশেষে যিনি ছিলেন বাংলা ও বাঙ্গালী জাতির প্রাণ। যিনি নিজের জীবনের সুখ স্বাচ্ছ্যন্দের জন্য নয় যিনি শুধু ভাবতেন এই দেশ ও মানুষের জন্য। যিনি রেসকোর্সের ভাষণে দীপ্ত কন্ঠে বাঙ্গালী জাতির মুক্তি ঘোষণা করেছিলেন সেই মহান ব্যক্তিকে একদল কুচক্রী হায়েনা নির্মমভাবে স্বপরিবারে গুলি করে শহীদ করেছিল। তিনি মরেও মরেননি। তিনি বেঁচে আছেন আমাদের হৃদয় মাঝে।
বঙ্গ পিতা বঙ্গবন্ধু
বাঙ্গালী জাতির জান ও প্রাণ,
প্রজন্মের পর প্রজন্ম যাবে
বাংলায় রবে তোমার ঘ্রাণ।
দুঃখ কষ্ট শত বেদনায়
রয়েছ তুমি মোর চেতনায়,
হৃদয়ের মাঝে রক্তক্ষরণ
কেড়ে নিল কে তোমার প্রাণ?
বেইমান সব কুকুরের দল
পিতার বুকে গুলি কেন বল?
ঘরের শত্রু বিভিষণ সব
বাংলায় শুধু কান্নার রোল।।
বছর ঘুরে পার হয়ে যায়
দিব্য চোখে তোমায় দেখি,
তোমার প্রতি বাঙ্গালী জাতির
ভালবাসার গল্প লেখি।
আগষ্ট এলো বছর ঘুরে
বাঙ্গালীর চোখে শোকের জল,
তোমার জন্য বঙ্গবন্ধু
শোকের জলই বাঙ্গালীর বল।
লেখকঃ আতিকুল্লাহ আরেফিন রাসেল
সম্পাদক ও প্রকাশক, ক্রাইম ডায়রি ও গোয়েন্দা ডায়রি
সভাপতি, জাতীয় সাংবাদিক পরিষদ
৫৫,আজাদ সেন্টার,লেভেল ৭,পুরানা পল্টন,ঢাকা-১০০০।
বিকেল ৫ ঘটিকা। তারিখঃ প্রথম প্রকাশ ১৫ ই আগষ্ট,২০১৬ইং। মোবাইলঃ ০১৯১৫ ৫০৬৩৩২