মাদকবাজ যেই হোক ছাড় নয়ঃ মাদকের সংশ্লিষ্টতা পেলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নিবে পুলিশ প্রশাসনন

মাদকবাজ যেই হোক ছাড় নয়ঃ মাদকের সংশ্লিষ্টতা পেলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নিবে পুলিশ প্রশাসনন

ক্রাইম ডায়রি ডেস্কঃঃ

মাদক এমন একটি নেশা যার সর্বনাশা ক্ষতির প্রভাব পুষিয়ে ওঠার মতো বিকল্প   কোনদিন ছিলনা, কোনদিন আসবেও না। পুরো একটি পরিবার হতে একটি দেশ এমনকি একটি জাতী ধ্বংস করে দেয় মাদক। তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সময়ের সাহসী পদক্ষেপ। এর ভয়াবহতা বোঝা অসম্ভব কিছু নয়। বঙ্গকন্যা ও   প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীকে রক্ষায় মাদকের বিরুদ্ধে তাই নিয়েছেন কঠোর অবস্থান।  কোন দল,কোন মত কিংবা কোন বাহিনী;সেদিকে না তাকিয়ে একটাই নীতি মাদকের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ। মাদক থেকে জাতীকে রক্ষা করার দায়িত্ব যাদের হাতে তারা যদি নিজেই মাদকবাজ হয় তবে তো চলবেনা।।। তাই, ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় ২৬ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ডিএমপির নবসৃষ্ট ট্রাফিক মিরপুর বিভাগের উপ-কমিশনারের (ডিসি) কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, মাদকের বিষয়ে আমরা সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করিয়েছি। এর মধ্যে ২৬ জন সদস্যকে পজিটিভ পেয়েছি। এই ২৬ জনকে চাকুরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট মেসেজ যাবে যে আমরা কাউকে ছাড় দেবো না। আমাদের এই উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছেন এবং মাদকের রাস্তা থেকে ফিরে এসেছেন। ডিসি কার্যালয় উদ্বোধনের পর মোনাজাত করছেন ডিএমপি কমিশনার।তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের মধ্যে যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত আছেন বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছেন, সরাসরি তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেফতার করা হচ্ছে। এ বিষয়ে কোন রকম শিথিলতা দেখানো হচ্ছে না।

একজন সাধারণ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঠিক সেভাবেই মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদকের বিরুদ্ধে পুলিশবাহিনী সর্বদাই সোচ্চার।  এরই ধারাবাহিকতায় মাদকবাজদের ব্যাপারে সুপারিশ বিহীন অভিযান পরিচালনা ও ব্যবস্থা নিয়ে ইতোমধ্যে জনগনের আস্থা অর্জন করেছে বাংলাদেশ পুলিশ।                

ক্রাইম ডায়রি // জাতীয়