বগুড়ার শেরপুরে অটোবাইকের জন্য বন্ধুকে হত্যাঃ ঘাতক গ্রেফতার

বগুড়ার শেরপুরে অটোবাইকের জন্য বন্ধুকে হত্যাঃ ঘাতক গ্রেফতার
ধানক্ষেতের মধ্যে পড়ে থাকা রাব্বির মরদেহ। ছবিঃ ক্রাইম ডায়রি

জাকির হোসেন রনি,উত্তরাঞ্চলীয় অফিসঃ

বন্ধুত্ব মানব জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। কিন্তু, বন্ধু যদি হয় অমানুষ কিংবা দুষ্ট বুদ্ধিদাতা তবে এমন বন্ধু জীবনের বড় শত্রুও বৈকি! পৃথিবী সৃষ্টির পর হতে এই ধ্রুব সত্যটি মানব জাতি তিলে তিলে বুঝেছে।। তবুও সামাজিক মানবজাতি বন্ধু ছাড়া অচল।। ভাল বন্ধু জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সম্প্রতি, বগুড়ার শেরপুরে সামান্য একটি ইজিবাইকের জন্য বন্ধুকে খুন করেছে একজন বন্ধু। এলাকাবাসী ও ঘটনাসূত্রে জানা গেছে,          বগুড়ার শেরপুরে জোরগাছা এলাকার ধান ক্ষেতের ভিতর থেকে ১ অক্টোবর বৃহস্পতিবারা,২০২০ইং দুপুরে ইজিবাইক চালক মিনহাজ শেখ (২২) এর লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। এ ঘটনায় খুনি বন্ধু রাব্বি (২২) কে আটক করা হয়েছে।

শেরপুর থানা সূত্রে জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাব্বি একই গ্রামের তার বন্ধু মোজাদ্দারের ছেলে মিনহাজের ইজিবাইক নিয়ে গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বেড়ানোর কথা বলে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামে আসে। পথিমধ্যে এক দোকান থেকে কোমল পানীয় স্পিড কিনে তার মধ্যে ১০ টি ঘুমের ঔষধ মিষিয়ে মিনহাজকে খাওয়ায়। ওই পানীয় খেয়ে মিনহাজ অচেতন হয়ে পরলে এই সুযোগে রাব্বি বন্ধু মিনহাজকে উপর্যিপুরি ছুরিকাঘাত করে হত্যা করে। এমনকি লাশ যেন কেউ না চিনতে পারে সেজন্য ধারালো চাকু দিয়ে মুখের চামড়া কেটে ফেলে। পরে ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে রাব্বি ৯৯৯ এ ফোন করে বলে যে ছিনতাইকারীরা আমার বন্ধু মিনহাজকে খুন করে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে। আমি বাধা দিলে আমাকে চাকু মেরে ফেলে রেখে গেছে। ৯৯৯ থেকে তাকে স্থানীয় থানায় গিয়ে জিডি করতে বললে রাব্বি থানায় যায়। পুলিশ রাব্বিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে সত্য ঘটনা বলে দেয়। তখন তাকে শেরপুর থানা পুলিশ আটক করেন। রাব্বির দেয়া তথ্যমতে বগুড়া পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা (বিপিএম বার), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, শেরপুর সার্কেল মো. গাজিউর রহমান, জেলা ডিবি পুলিশের ইনচার্জ আসলাম হোসেন, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সুঘাট ইউনিয়নের জোরগাছা গ্রামে অভিযান চালিয়ে ধানের জমির ভিতর থেকে মিনহাজের লাশ উদ্ধার করেছেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মো. গাজিউর রহমান বলেন, রাব্বির কোন আয় রোজগার ছিলনা। তাই সে বিভিন্ন অপরাধে জড়িয়ে পরে। এরই ধারাবাহিকতায় পরিকল্পনা করে তার বন্ধু মিনহাজের ইজিবাইক ছিনতাই করার উদ্দেশ্যে তাকে সুঘাট এলাকায় নিয়ে এসে খুন করে।

লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।  রাব্বির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা (বিপিএম বার) উপস্থিত বিপুল সংখ্যক জনতার উদ্দেশ্যে বলেন, শুধু আপনার সন্তানকে নিরাপদ রাখলেই আপনার সন্তান নিরাপদ নয়,অন্যের সন্তানের নিরাপত্তা নিয়েও সকলের ভাবা উচিত। আপনার সন্তান যাদের সাথে মেলামেশা করছে তারাও নিরাপদ কিনা সে দিকেও নজর রাখতে হবে। একবার ভাবুন এই খুনি রাব্বির যদি কোন ছেলে-মেয়ে থেকে থাকে সে এখন কোন পরিচয়ে বড় হবে। বড় হয়ে তাদেরকে শুনতে হবে তাদের বাবা একজন খুনি।

ক্রাইম ডায়রি // ক্রাইম