গাজীপুরে জুতা ফ্যাক্টরীতে আগুন

গাজীপুরে জুতা ফ্যাক্টরীতে আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারসার্ভিস। ছবিঃ অনলাইন মিডিয়া

গাজীপুর মহানগর সংবাদদাতাঃ

গাজীপুরের কালিয়াকৈর  উপজেলার উলুসারায় এফবি ফুটওয়্যার  লিমিটেড নামে  একটি জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট কাজ করছে।

কালিয়াকৈর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো: কবিরুল ইসলাম জানান, উপজেলা উলুসারা এলাকায় এফবি ফুটওয়্যার লিমিটেড নামের একটি জুতা তৈরি কারখানায় একতলা একটি ভবনে জুতার সোল্ড তৈরি করা হয়। সেখানে একপাশে জুতা তৈরির কেমিক্যাল রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কেমিক্যাল থেকে বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ওই ভবনে থাকা শ্রমিকরা দৌঁড়ে বেরিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর, গাজীপুর, সাভার ইপিজেড, কাশিমপুরসহ আশপাশের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ক্রাইম  ডায়রি // মহানগর