কি হচ্ছে এসব কিউট কসমেটিক্সেঃ যদি তা সত্যিই কিউটের হয়?

What's going on with these cute cosmetics: if it's really cute?

কি হচ্ছে এসব কিউট কসমেটিক্সেঃ যদি তা সত্যিই কিউটের হয়?

কালিমুল্লাহ দেওয়ান রাজাঃ 

জানাগেছে, শুধু কিউটই নয় বহু ব্রান্ডের পন্য প্রতারক চক্র নিজেরা কভার বানিয়ে প্রোডাকশন করার কারনেও এমনটি হতে পারে বলে অনেকে বলছেন। সম্প্রতি, ইস্পাহানি চা সহ বেশ কিছু প্রোডাকটস মফস্বলের অনেক প্রতারক নিজেরাই চকবাজার হতে প্যাকেট কিনে নিজেরাই করে থাকে।

কিউট বহু পুরনো একটি ব্র্যান্ড। শীতকালে এর চাহিদা থাকে তুঙ্গে। গ্রামের মা বোনেরা হতে শহুরে ম্যাডাম কিউট একটি জনপ্রিয় নাম। কিন্তু ইদানিংকালে যে কোন কোম্পানীর পণ্যই নকল হয় ইচ্ছেমতো। সম্প্রতি ফেসবুকে এমনই একটি পোষ্টে দেখা যায় কিউটের কোল্ড ক্রিমের  একটি কৌটায়। সেখানে দেখা যায় ১৫ ডিসেম্বর,২০২০ ইং ( ফেসবুক গ্রুপে দৃষ্টিগোচর হয় ১৯ ডিসেম্বর,২০২০ইং তারিখে) কিউট কোল্ড ক্রিমের উৎপাদন তারিখ ১১৯ ব্যাচের  একটি প্রোডাক্টে দেখা যায়, উৎপাদন তারিখ দেয়া আছে জানুয়ারী ২০২১ ইং এবং মেয়াদ ডিসেম্বর ২০২৩ ইং । উৎপাদন তারিখ ২০২১ ইং সালের জানুয়ারী মাস পড়ার প্রায় মাসখানেক আগেই বাজারে প্রোডাক্টস চলে আসায় হতবাক হয়েছে সাধারন মানুষ। জানাগেছে, শুধু কিউটই নয় বহু ব্রান্ডের পন্য প্রতারক চক্র নিজেরা কভার বানিয়ে প্রোডাকশন করার কারনেও এমনটি হতে পারে বলে অনেকে বলছেন। সম্প্রতি, ইস্পাহানি চা সহ বেশ কিছু প্রোডাকটস মফস্বলের অনেক প্রতারক নিজেরাই চকবাজার হতে প্যাকেট কিনে নিজেরাই করে থাকে। চকবাজারে যে কোন ব্রান্ডের এমনকি ইউনিলিভারের সব ধরনের প্যাকেট,খাপ কিংবা বোতলের নকল অল্পমুল্যো কিনতে পাওয়া যায়। এমন প্রতারনা বন্ধে ভোক্তা অধিকার সহ সকল সংশ্লিষ্টদের তৎপর হওয়া জরুরী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ক্রাইম ডায়রি///ক্রাইম